সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমিত শাহর মন্তব্যের ভিডিও শেয়ার করার জেরে কংগ্রেস এবং দলীয় নেতাদের নোটিস ধরাল এক্স কর্তৃপক্ষ! সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ওই সমাজমাধ্যমকে নোটিস পাঠানো হয়। সেখানে বলা হয়, 'এক্স' হ্যান্ডেলে পোস্ট করা বেশ কিছু কন্টেন্ট ভারতীয় আইনের বিরোধী। স্বরাষ্ট্রমন্ত্রকের ওই নোটিসের উল্লেখ করেই কংগ্রেস নেতাদের পালটা নোটিস পাঠিয়ে এক্স কর্তৃপক্ষ।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, বুধবারই কংগ্রেস দল এবং হাত শিবিরের কয়েকজন নেতাকে নোটিস পাঠানো হয়েছে। কংগ্রেস সূত্রে খবর, এক্সের পাঠানো নোটিসে উল্লেখ রয়েছে অন্য একটি নোটিসের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের তরফ থেকে এক্সের কাছে একটি নোটিস পাঠানো হয়। ওই নোটিসে বলা হয়, এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি কন্টেন্ট সরিয়ে দিতে হবে। কারণ ওই কন্টেন্ট ভারতীয় আইনের পরিপন্থী।
যদিও এক্স কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে গোটা বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছুই জানানো হয়নি। কিন্তু কংগ্রেস সূত্রে খবর, তাদের পাঠানো নোটিসে বাকস্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার উল্লেখ করেছে এক্স। প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্যসভায় দাঁড়িয়ে শাহর ভাষণ নিয়ে দেশজুড়ে চলছে তুমুল বিতর্ক। বি আর আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে বিতর্কিত মন্তব্য করেছেন, সেই ভিডিওই পোস্ট করা হয়েছিল কংগ্রেস নেতাদের এক্স হ্যান্ডেল থেকে। তার পরেই সোশাল মিডিয়ার তরফে নোটিস ধরানো হল হাত শিবিরের নেতাদের।
প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্ক চলাকালীন শাহ বলেন, “এখন এক ফ্যাশন হয়েছে- আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তব সাতজন্ম স্বর্গবাস হয়ে যেত।” কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য ঘিরে শুরু হয় তুমুল বিতর্ক। যাবতীয় বিতর্কের জবাব দিতে বুধবার সাংবাদিক সম্মেলন করেন শাহ। সেখানে অবশ্য কংগ্রেসকেই দুষেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।