ধীমান রায়, কাটোয়া: অডিট শেষের দিন দুয়েকের মধ্যেই পঞ্চায়েত অফিসে লুটপাট। সাতটি আলমারি তছনছ করল দুষ্কৃতীরা। পঞ্চায়েত প্রধানের ঘর থেকে উধাও হার্ড ডিস্কও। মঙ্গলবার সকালের এই ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের ভাতার এলাকার বলগোনা পঞ্চায়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দুষ্কৃতীদের টার্গেট ছিল পঞ্চায়েতের নথি।
বলগোনা স্টেশনের কাছেই দুতলা পঞ্চায়েত অফিস। পঞ্চায়েত প্রধান লায়লা বেগম চৌধুরীর বাড়িও খুব কাছে। সেখানেই অফিসের চাবি থাকে। রোজকার মতোই এদিনও সকালে পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে চাবি নিয়ে অফিস খুলতে এসেছিলেন কর্মী প্রদ্যুত সাঁতরা। এসে দেখেন নিচের দরজার তালাভাঙা। উপরে উঠে দেখেন চারটি ঘরের দরজারই তালা ভাঙা রয়েছে। তছনছ ঘরের সাতটি আলমারিও। প্রধানের ঘর থেকে উধাও হার্ড ডিস্কও। মনে করা হচ্ছে, কর বাবদ পঞ্চায়েত যে টাকা তুলেছিল, তাও চুরি গিয়েছে। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তা এখনও অজানা।
[আরও পড়ুন: দিল্লিতে মুখোমুখি মোদি-মমতা, রাজ্যের বকেয়ার দাবিতে বৈঠক আগামী সপ্তাহেই]
তবে পুরো বিষয়টিই রহস্যজনক বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা। কারণ, গত সপ্তাহেই পঞ্চায়েতের অডিট শেষ হয়েছিল। আর চুরির কায়দা দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দুষ্কৃতীদের টার্গেট ছিল পঞ্চায়েতের নথি। যা চুরি ঘিরে রহস্য বাড়ছে।