shono
Advertisement

সিনেমায় কাজ দেওয়ার টোপ দিয়ে দেহব্যবসা! পুলিশের হাতে গ্রেপ্তার কাস্টিং পরিচালক

দুই তরুণীকে গুরুগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ।
Posted: 10:35 AM Apr 18, 2023Updated: 10:35 AM Apr 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা, সিরিয়ালে কাজ দেওয়ার নাম করে দেহব্যবসা! মধুচক্র চালানোর অভিযোগে মুম্বই পুলিশের হাতে গ্রেপ্তার বলিউডের নামকরা কাস্টিং ডিরেক্টর আরতি মিত্তল। আরতি সম্প্রতি দুই তরুণী মডেলকে সিনেমায় কাজ দেওয়ার টোপ দিয়ে দেহব্যবসার জন্য বাধ্য করেছিলেন। এই দুই তরুণীকে গুরুগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন:  মা হচ্ছেন ইলিয়ানা ডি’ক্রুজ! সন্তানের বাবা কে? সোশ্যাল মিডিয়া জুড়ে উঠছে প্রশ্ন]

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আরতি মিত্তল কথা দিয়েছিলেন, তাঁদের দু’জনকেই ১৫ হাজার টাকা দেবেন। দুই তরুণী মডেলের থেকে তথ্য পেয়েই তদন্তে নামে মুম্বই পুলিশ। একটি হোটেলে পাঠানো হয় সাজানো গ্রাহক। ওই ফাঁদেই পা দেন আরতি মিত্তল। প্রকাশ্যে আসে দেহব্যবসার চক্র। সঙ্গে সঙ্গেই আরতি মিত্তলকে গ্রেফতার করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।

কাস্টিং ডিরেক্টরের কাজ ছা়ড়াও কিছু কিছু অভিনয়ের কাজও করেছেন অভিযুক্ত আরতি মিত্তল। টেলিভিশনের ‘আপনাপন’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

[আরও পড়ুন:  ‘স্বস্তিকার ফ্যানদের নাম করে ভয় দেখিয়েছেন পরিচালক’, বিস্ফোরক ‘শিবপুর’ ছবির প্রযোজক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement