shono
Advertisement

অবশেষে সেন্সরের ছাড়পত্র পেল ‘উড়তা পাঞ্জাব’

মোট ১৩ জায়গায় কাঁচি চালিয়েই ক্ষান্ত হলেন সেন্সর কর্তারা৷ সেইসঙ্গে ছবিকে দেওয়া হয়েছে ‘এ’ ক্যাটোগোরিতে মুক্তির ছাড়পত্র৷ The post অবশেষে সেন্সরের ছাড়পত্র পেল ‘উড়তা পাঞ্জাব’ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:33 PM Jun 13, 2016Updated: 12:03 PM Jun 13, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে বিতর্কের অবসান৷ সেন্সরের ছাড়পত্র পেল ‘উড়তা পাঞ্জাব’৷ প্রস্তাবিত ৮৯টি কাটের বদলে শেষমেশ ছবিতে মোট ১৩ জায়গায় কাঁচি চালিয়েই ক্ষান্ত হলেন সেন্সর কর্তারা৷ সেইসঙ্গে ছবিকে দেওয়া হয়েছে ‘এ’ ক্যাটোগোরিতে মুক্তির ছাড়পত্র৷

Advertisement

মাদক সংক্রান্ত বিষয় থাকায় ‘উড়তা পাঞ্জাব’ নিয়ে গোড়া থেকেই অসন্তুষ্ট ছিল সেন্সর বোর্ড৷ ছবির নামে থাকা ‘পাঞ্জাব’ শব্দ নিয়েও আপত্তি তোলা হয়৷ এমনকী ছবির প্রেক্ষাপট থেকে পাঞ্জাবকে মুছে ফেলারও নির্দেশ দেয় সেন্সরের রিভাইজিং কমিটি৷ এরই প্রতিবাদে ছবির প্রযোজক সংস্থা ফ্যান্টম ফিল্মস বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়৷ আদালতও সেন্সরের কাজের সমালোচনায় মুখর হয়৷ আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, সেন্সরের কাজ ছবিকে সার্টিফিকেট দেওয়া৷ সেইমতো তড়িঘড়িই ছাড়পত্র দেওয়া হল ছবিকে৷ সেন্সর প্রধান পহেলাজ নিহালানি জানিয়েছেন, “সেন্সরের কাজ শেষ হয়েছে৷ এবার প্রযোজক যদি চান তো কোর্টে যেতে পারেন৷ আমরা সেই রায় অনুসারে কাজ করব৷”

বম্বে হাই কোর্ট অবশ্য সেন্সরের সমালোচনার পাশাপাশি এও জানিয়েছিল যে, ছবিতে যেরকম গালিগালাজ ব্যবহার করা হয়েছে, তা না করলেও হত৷ ছবির প্রযোজককে এ ব্যাপারে সতর্কও করা হয়েছিল৷ ছবি সেন্সরের ছাড়পত্র পাওয়ার পর এখন আদালত কী রায় দেয় তাই দেখার৷ সেই রায় অনুসারেই জানা যাবে ছবির চূড়ান্ত রূপ ঠিক কীরকম হবে৷ সব ঠিকঠাক চললে আগামী ১৭ জুন মুক্তি পাচ্ছে ‘উড়তা পাঞ্জাব’৷

The post অবশেষে সেন্সরের ছাড়পত্র পেল ‘উড়তা পাঞ্জাব’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement