shono
Advertisement

Breaking News

সেন্সর সন্তুষ্ট হলেও ‘পদ্মাবতী’র বিরুদ্ধে আরও বড় আন্দোলনের হুমকি কর্ণি সেনার

পরিচালক সঞ্জয় লীলা বনশালির মাথা কেটে নেওয়ার হুমকি বিক্ষোভকারীদের। The post সেন্সর সন্তুষ্ট হলেও ‘পদ্মাবতী’র বিরুদ্ধে আরও বড় আন্দোলনের হুমকি কর্ণি সেনার appeared first on Sangbad Pratidin.
Posted: 07:54 PM Nov 15, 2017Updated: 12:23 PM Sep 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোন কথাই কানে নিচ্ছে না কর্ণি সেনা। স্বঘোষিত রাজপুত সংগঠনের বিক্ষোভ আরও ভয়ঙ্কর আকার নিচ্ছে। রাজস্থানের বিভিন্ন স্থানে চলছে তাঁদের তাণ্ডবলীলা। কোটার প্রেক্ষাগৃহে ভাঙচুর চালানো হয়েছে। দাবি না মানলে সঞ্জয় লীলা বনশালির মাথা কেটে নেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। এতকিছুর মধ্যেও একটু স্বস্তির খবর রয়েছে পরিচালকের জন্য। কিছুদিন আগেই ছবির নিয়ে যাবতীয় সিদ্ধান্তের ভার সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের উপর ছেড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। যার প্রধান প্রসূন জোশী। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি ছবিটি দেখে ফেলেছেন প্রসূন জোশী। সোমবার তাঁর জন্য একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। ছবি দেখে সন্তুষ্ট সিবিএফসি প্রধান। এবার সিবিএফসির বাকি সদস্যদের দেখানো হবে ছবিটি। আর কোনও দৃশ্য বাদ না দিয়েই ‘পদ্মাবতী’কে মুক্তির ছাড়পত্র দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

[শিল্পীর স্বাধীনতা কোথায়? আজ প্রশ্ন কলকাতা চলচ্চিত্র উৎসবেও ]

‘পদ্মাবতী’র শুটিংয়ের সময় থেকেই বিরোধ জানিয়ে আসছে কর্ণি সেনা। সেনার ভাঙচুর, তাণ্ডবের জেরেই মরুশহর থেকে শুটিং বাতিল করে ফিরে আসতে হয়েছে সঞ্জয় লীলা বনশালির টিমকে। পরে আলাদা সেট তৈরি করে সেই অংশটি শুট করতে হয়েছে। তখনই পরিচালক জানিয়েছিলেন, তাঁর ছবিতে আপত্তিকর কিছু নেই। ‘পদ্মাবতী’-তে কোনওভাবে ইতিহাসকে বিকৃত করা হয়নি। রানি পদ্মাবতী ও আলাউদ্দিন খিলজির মধ্যে কোনও প্রেমের দৃশ্য নেই। বরং রাজপুত রানির শৌর্যের গাথাই তুলে ধরা হয়েছে। এতে মন গলেনি সেনার। ছবির পোস্টার বের হতেই তা পোড়ানো হয়েছে।

বিক্ষোভে শামিল হয়েছে রাজপুতানা সংগঠন, ব্রাহ্মণ মহাসভাও। একের পর এক বিজেপি বিধায়ক, সাংসদের হুমকির পালাও অব্যাহত। বাধ্য হয়ে কিছুদিন আগে আবার একটি ভিডিওর মাধ্যমে পরিচালক জানান এ ছবিতে আপত্তিকর কিছু নেই। কিন্তু এরপরও বিক্ষোভ অব্যাহত। আর মুক্তির সময় যত এগিয়ে আসছে ততই এই বিক্ষোভ হিংসাত্মক চেহারা নিচ্ছে। মঙ্গলবার কোটার এক প্রেক্ষাগৃহে ভাঙচুর চালায় সেনা। বুধবার তাঁরা হুমকি দেয় প্রয়োজন পড়লে মুম্বই গিয়ে পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে মারা হবে। তাঁর মাথা কেটে নেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। অভিযোগ, এত কিছুর পরও রাজস্থান সরকারের পক্ষ থেকে কর্ণি সেনার বিরুদ্ধে তেমন কোনও পদক্ষেপই নেওয়া হয়নি। কেবল হিংসার পথে না যাওয়ার অনুরোধ সেরেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব চাঁদ কাটারিয়া। এতেই সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

[অফিসিয়াল পোস্টারে রহস্য উসকে দিয়ে ‘আসছে আবার শবর’]

বিতর্কে অবশ্য নিজের ফিল্ম ফেডারেশনের বন্ধুদের পাশে পেয়েছেন সঞ্জয়। ছবির পাশে দাঁড়িয়েছেন সলমন খান, অর্জুন কাপুর, প্রকাশ ঝা, আরশাদ ওয়ারসি, জ্যাকলিন ফার্নান্ডেজের মতো তারকারা। স্বাধীন দেশের সকলেরই সৃষ্টির স্বাধীনতা থাকা উচিত বলে মনে করেন তাঁরা।

The post সেন্সর সন্তুষ্ট হলেও ‘পদ্মাবতী’র বিরুদ্ধে আরও বড় আন্দোলনের হুমকি কর্ণি সেনার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার