সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রোল, বিতর্ক, সমালোচনা আর নেহা কক্কর যেন হাত ধরাধরি করে চলে! মাসখানেক আগে বিদেশের মাটিতে শো করতে গিয়ে দেরি করে পৌঁছনোয় মারাত্মক কটাক্ষের শিকার হতে হয়েছিল গায়িকাকে। তারপর টপের উপর ব্রা পরে 'উদ্ভট' ফ্যাশন সেন্সের জন্য ট্রোলড হন। এবার মুখে ললিপপ গুঁজে চটুল ভঙ্গিতে নাচ করায় ফের বিতর্কের শিরোনামে নাম লেখালেন নেহা কক্কর।
সদ্য 'ক্যান্ডি শপ' নামে নতুন মিউজিক ভিডিও প্রকাশ্যে এনেছেন 'কক্কর' ভাইবোন। যে গানের সুর দিয়েছেন নেহার ভাই টনি কক্কর। আর গান গেয়েছেন নেহা খোদ। পাশাপাশি মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন নেহা-টনি। আর সেই গানের জেরেই এবার বিতর্কে জড়ালেন গায়িকা। অভিযোগ, 'মুখে ললিপপ গুঁজে যেরকম চটুল ভঙ্গিতে নাচ করেছেন নেহা, তাতে ভারতীয় সংস্কৃতি কলুষিত হচ্ছে!' একাংশের দাবি, 'কোরিয়ান সংস্কৃতির অন্ধ অনুকরণ করতে গিয়েই দেশের সংস্কৃতিকে অপমান করেছেন নেহা।' কেউ বা আবার সোজাসুজি গায়িকার নৃত্যশৈলী নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাঁদের প্রশ্ন, 'মুখে ললিপপ নিয়ে এ কেমন অশালীন ভঙ্গিতে নাচ?' একাংশ বলছেন, 'ভীষণ খোলামেলা পোশাক, ছিঃ!' আবার অশালীন অঙ্গভঙ্গির জেরে 'মক্ষীরানি' তকমাও জুটেছে 'ক্যান্ডি শপ'-এর মালকিন নেহা কক্করের কপালে। এহেন নানা কটু কথার ভিড় নেটভুবনে।
তবে শুধু নাচের ভঙ্গির জন্যেই বিতর্কে জড়াননি গায়িকা। নেটবাসিন্দাদের একাংশ তুলোধনা করেছেন গানের ভাষাকেও। তাঁদের মন্তব্য, 'এই 'ক্যান্ডি শপ' গানের ঠেলায় তো কান থেকে রক্ত বেরনোর জো হয়েছে!' কেউ তো আবার এমন অভিযোগও তুললেন যে, 'এই মিউজিক ভিডিওর জন্য নাকি প্লাস্টিক সার্জারি করিয়ে বয়স কমিয়েছেন নেহা কক্কর।' এককথায়, মুক্তির পর থেকেই নেহা-টনির মিউজিক ভিডিও নিয়ে নেতিবাচক মন্তব্যের জোয়ার সোশাল পাড়ায়। প্রসঙ্গত, সম্প্রতি দুর্গাপুরে কনসার্ট করতে এসেও অশালীন নাচের ভঙ্গির জেরে বিতর্কে জড়িয়েছিলেন গায়িকা।
