shono
Advertisement

জীবনকৃষ্ণের একাধিক অ্যাকাউন্ট ফ্রিজ করল CBI! এবার নজরে বিধায়কের স্ত্রী ও শ্যালকের চাকরি

ক্রমশ প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর তথ্য।
Posted: 01:22 PM Apr 19, 2023Updated: 01:22 PM Apr 19, 2023

অর্ণব আইচ ও চন্দ্রজিৎ মজুমদার: নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তারির পর থেকেই একের পর চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। এবার প্রশ্নের মুখে বিধায়কের স্ত্রী টগরি সাহা ও তাঁর ভাইয়ের চাকরি। এদিকে বিধায়কের অ্যাকাউন্ট ফ্রিজ করল সিবিআই। 

Advertisement

শোনা যাচ্ছে, নিয়োগ দুর্নীতিতে যুক্ত বিধায়ক শুধু যে অর্থের বিনিময়ে বাইরের লোকেদের চাকরি পাইয়ে দিয়েছেন তা নয়। স্ত্রীর স্কুলের চাকরির নেপথ্যেও নাকি বিধায়কই। এমনকী শ্যালককেও চাকরি পাইয়ে দিয়েছিলেন জীবনকৃষ্ণ। স্বামী প্রভাবশালী, সেই কারণেই নাকি ইচ্ছেমাফিক স্কুলে যেতেন টগরি দেবী। তবে অধিকাংশ দিনই যেতেন না। এদিকে সূত্রের খবর, ফেল করেও নাকি চাকরি পেয়েছিলেন টগরিদেবীর ভাই। ফলত এবার সিবিআইয়ের নজরে বিধায়কের স্ত্রী ও শ্যালকের চাকরি।

[আরও পড়ুন: ‘তুই বাঁচবি তো?’, TMC সাংসদ অপরূপা পোদ্দারকে হুমকি মেসেজ পাঠিয়ে গ্রেপ্তার বিজেপি নেতা]

এদিকে টানা জেরা চলাকালীন জীবনকৃষ্ণ সাহার ১১ টি অ্যাকাউন্টের হদিশ পেয়েছে সিবিআই। তার মধ্যে টগরিদেবীর নামে ৩ টি। আগেই ব্যাংকে চিঠি পাঠিয়ে সম্পত্তির হদিশ পেতে চেয়েছিল সিবিআই। এবার ফ্রিজ করা হল বিধায়কের একাধিক অ্যাকাউন্ট। এদিকে আদালতের নির্দেশ নিয়ে মঙ্গলবার সিবিআই দপ্তরে এসে স্বামীর সঙ্গে দেখা করেন টগরিদেবী। সেখানে কান্নায় ভেঙে পড়েন তিনি। বর্তমানে কলকাতায় রয়েছেন তিনি। তালা বন্দ কান্দির বাড়ি। তবে গোডাউনের কাজ।

[আরও পড়ুন: বেসরকারি বাসে ভাড়ার তালিকা টাঙাতেই হবে, বাড়তি টাকা নিলে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement