shono
Advertisement

হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী হুডার বাড়িতে সিবিআইয়ের হানা

অভিযোগ, ২০০৪-২০০৭ সালের মধ্যে মানেসরের ওই জমি বেআইনিভাবে অতি স্বল্পমূল্য দিয়ে গ্রামবাসীদের থেকে কেনা হয়েছিল৷
Posted: 06:46 PM Sep 03, 2016Updated: 01:39 PM Sep 03, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্নীতি মামলায় হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডার বাড়িতে হানা দিল সিবিআই৷ দিল্লি থেকে ৪৫ কিলোমিটার দূরে মানেসরে ৪০০ একরের একটি জমি নিয়ে দুর্নীতি মামলায় অভিযুক্ত এই বর্ষীয়ান কংগ্রেস নেতা৷ শনিবার সকালে হুডার বাড়ি ছাড়াও দিল্লি, চণ্ডীগড়, রোহতক, গুরুগ্রামের ২০টি জায়গায় অভিযান চালান সিবিআই কর্তারা৷ এই জমি দুর্নীতিতে যুক্ত এক সরকারি আমলা ও দুই প্রাক্তন অফিসারের বাড়িতেও তল্লাশি চালিয়েছে সিবিআই৷

Advertisement

অভিযোগ, ২০০৪-২০০৭ সালের মধ্যে মানেসরের ওই জমি বেআইনিভাবে অতি স্বল্পমূল্য দিয়ে গ্রামবাসীদের থেকে কেনা হয়েছিল৷ পরে জমিটি একটি বেসরকারি নির্মাণকারী সংস্থাকে দেওয়া হয়৷ সিবিআইয়ের দাবি, ওই চুক্তিতে গ্রামবাসীরা প্রায় ১৫০০ কোটি টাকা মূল্যের জমি হারিয়েছেন৷ হুডার বিরুদ্ধে এই দুর্নীতি মামলার নির্দেশ দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর৷ ২০১৪ সালে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন হুডা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement