সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুতেই পিছু ছাড়ছে না নারদ কাণ্ডের জুজু। এবার ফের বিপাকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা। সূত্রের খবর, নারদ কাণ্ডে অভিযুক্ত শাসক দলের ১১ জন নেতাকে ‘ভয়েস স্যাম্পল’ জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তবে সমনের উত্তরে স্বেচ্ছায় কণ্ঠস্বরের নমুনা জমা দিয়েছেন মাত্র দু’জন। বাকি ৯ জন অভিযুক্তই আইনের আশ্রয় নিয়ে নমুনা জমা দিতে অস্বীকার করেছেন।
[নারদ কাণ্ডে এবার সিবিআইয়ের নোটিস ফিরহাদ হাকিমকে]
জানা গিয়েছে, সিবিআইয়ের সমনের উত্তরে স্বেচ্ছায় কণ্ঠস্বরের নমুনা জমা দিয়েছেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। নারদ কাণ্ডে নিজের প্রতিচ্ছবি স্বচ্ছ বলে প্রমাণ করতেই সরাসরি ‘ভয়েস স্যাম্পল’ দিতে টালবাহানা করেননি দুই বিচক্ষণ নেতা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তবে সিবিআইয়ের ডাকে কিছুতেই সাড়া দিতে রাজি নন মুকুল রায়, ইকবাল আহমেদ-সহ বাকি অভিযুক্তরা। তদন্তকারীদের তির রুখতে আইনকেই ঢাল করছেন তাঁরা। ওই অভিযুক্তরা সাফ জানিয়ে দিয়েছেন, আদালতের নির্দেশ ছাড়া কণ্ঠস্বরের নমুনা জমা দিতে তাঁরা বাধ্য নন।
[অনুগামীরা সব বেপাত্তা, সিবিআইয়ের ডাকে হাজির একলা মদন]
সূত্রের খবর, ইতিমধ্যে প্রসূন বন্দ্যোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়ের ‘ভয়েস স্যাম্পল’ ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সেখানে নারদ ফুটেজে পাওয়া কণ্ঠস্বরের সঙ্গে তাঁদের গলার আওয়াজ মিলিয়ে দেখা হবে। তবে অন্যান্য অভিযুক্তদের গতিবিধি আঁচ করতে পেরে নয়া পন্থা নিয়েছে সিবিআই। জানা গিয়েছে, বিভিন্ন জায়গা থেকে অন্যান্য অভিযুক্তদের গলার আওয়াজের রেকর্ড খুঁজে বার করতে চাইছেন গোয়েন্দারা। সেই কণ্ঠস্বরের সঙ্গে নারদ ফুটেজের আওয়াজ মিলিয়ে দেখা হবে। এভাবেই তদন্তের জাল গুটিয়ে আনতে চাইছে সিবিআই।
[নারদ কাণ্ডে সিবিআইয়ের ডাক মদনকে, ফের তলব শুভেন্দুকেও]
উল্লেখ্য, নারদ কাণ্ডে নাম জড়ানোয় বিপাকে পড়েছেন শাসক দলের বেশ কয়েকজন নেতা-মন্ত্রী। ক্রমেই অভিযুক্তদের উপর চাপ বাড়াচ্ছে সিবিআই। কণ্ঠস্বরের নমুনা জমা দিতে না চাওয়ায় রীতিমতো প্রশ্নের মুখে অভিযুক্তরা। এখনও পর্যন্ত নারদ কাণ্ডে ১১ জন নেতা-মন্ত্রীকে সমন পাঠিয়েছে সিবিআই।প্রায় প্রতিদিনই কোনও না কোনও নেতাকে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হচ্ছে।যদিও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, কেন্দ্রের বিরোধিতা করাতেই এজেন্সি মারফত তাঁর দলের নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বিজেপি।
The post সিবিআই চাইলেও ‘ভয়েস স্যাম্পেল’ দেননি অধিকাংশ তৃণমূল নেতাই appeared first on Sangbad Pratidin.