সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতির তদন্তে এবার প্রাক্তন ব্যাংক কর্মীর ফ্ল্যাটে সিবিআই (CBI) হানা। সোমবার দুপুর থেকে বরানগরে এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীর ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, শ্যামল সেন নামে এক ব্যক্তিকে জেরা করা হচ্ছে। তাঁর একটি ফ্ল্যাট সিল করে দেওয়া হয়েছে।
সিবিআই সূত্রে খবর, মালদহ থেকে ধৃত তৃণমূল নেতা আবদুল খালেককে জেরা করে বরাহনগরের এই ব্যক্তির সন্ধান মিলেছে। তাঁর কাছে অবৈধ নিয়োগের কমিশন আসত বলে তদন্তকারীদের দাবি। এই সূত্র ধরেই তল্লাশি চালাচ্ছে সিবিআই। চলছে জেরাও। নিয়োগ দুর্নীতির চক্রে ওই প্রাক্তন ব্য়াংককর্মীর কী ভূমিকা ছিল, তিনি কত টাকা কমিশন পেতেনে, কার কার সঙ্গে তাঁর যোগ ছিল, তা জানতে জেরা করছে সিবিআই।
[আরও পড়ুন: Exclusive: ‘প্রতীচী’র বিতর্কিত জমির মিউটেশন নিয়ে টানাপোড়েনের মাঝে হাতে লিজের নথি]
প্রসঙ্গত, আপাতত নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই হেফাজতে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, নীলাদ্রি ঘোষ। আলিপুর বিশেষ সিবিআই আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৩ ফেব্রুয়ারি সিবিআই হেফাজতে তিন অভিযুক্ত। ওইদিন ফের আদালতে পেশ করা হবে তাঁদের। কৌশিক ঘোষ, শেখ আলি ইমাম, শেখ শাহিদ ইমাম ও আব্দুল খালেক – এই চার অভিযু্ক্তের আগামী ২ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের। এই আবদুল খালেককে জিজ্ঞাসাবাদ করেই বরানগরের ব্য়াংক কর্মীর হদিশ মিলেছে বলে সূত্রের খবর। তিনি বিপুল সম্পত্তির অধিকারী বলেই খবর।