shono
Advertisement

২০১৪ টেটে কারা চাকরি পেয়েছেন? পর্ষদের কাছে বিস্তারিত তথ্য চাইল CBI

২০১৬-২০১৭-২০১৮ সালের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিতে হবে।
Posted: 01:55 PM Apr 26, 2023Updated: 01:55 PM Apr 26, 2023

অর্ণব আইচ: ২০১৪ সালের প্রাথমিক টেটে কারা চাকরি পেয়েছেন? তার বিস্তারিত তথ্য তলব করল সিবিআই। ইতিমধ্যে এই মর্মে প্রাথমিক শিক্ষা পর্যদকে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিটিকে অতি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে সিবিআই। চিঠি পাওয়ার পরই তথ্য জোগাড় করার তৎপরতা শুরু হয়ে গিয়েছে পর্ষদ। এই মর্মে জেলায় জেলায় স্কুলশিক্ষা বিভাগে চিঠি পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্যদ।

Advertisement

গত ৮ জুন কলকাতা হাই কোর্টের নির্দেশের উপর ভিত্তি করে এই চিঠি পাঠিয়েছে সিবিআই। ২০১৪ সালে টেট পাশ করে কারা প্রাথমিক শিক্ষকতার চাকরি পেয়েছেন, তাঁদের নাম-জন্ম তারিখ-বাবার নাম-মোবাইল নম্বর-স্কুলের নাম সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানাতে হবে পর্যদকে। নথি জমা করতে হবে নিজাম প্যালেসের ১৪ তলায়। দ্রুত এই প্রক্রিয়া শেষের নির্দেশ দিয়েছে সিবিআই। শুধু চাকরিপ্রাপকদের বিস্তারিত তথ্য নয়, শিক্ষক নিয়োগ সংক্রান্ত জারি হওয়া ২০১৬-২০১৭-২০১৮ সালের বিজ্ঞপ্তিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিতে হবে।

[আরও পড়ুন: আতিক-ঘনিষ্ঠ গুড্ডু মুসলিমকে আশ্রয় দেওয়ার অভিযোগ, চাকরি গেল গ্যাংস্টারের শ্যালকের]

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ইতিমধ্যেই গ্রেপ্তার ষড়যন্ত্রকারীদের একটা বড় অংশ। একেকজন ধৃতের কাছ থেকে একেকজনের নাম বেরিয়ে আসছে। দীর্ঘতর হয়েছে নিয়োগ দুর্নীতির শাখাপ্রশাখা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ হুগলির যুব নেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারির পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাঁদের জেরা করে উঠে এসেছিল অয়ন শীলের নাম, যিনি শুধু শিক্ষা নয়, একাধিক সরকারি চাকরির দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ গ্রেপ্তার হয়েছেন।

[আরও পড়ুন: তৃণমূলকে নিশানা করতে বাসের ভুয়ো ছবি পোস্ট! চরম বিতর্কের মুখে সিপিএম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement