সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নোটিস ধরালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।
সোমবারই সুপ্রিম কোর্টে স্বস্তি পান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় দেশের শীর্ষ আদালত। জানিয়ে দেওয়া হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে এই স্থগিতাদেশ। আগামী ২৪ এপ্রিল সেই মামলার পরবর্তী শুনানি। কিন্তু সুপ্রিম (Supreme Court) নির্দেশের পরও এদিন বেলা ১.৪৫টা নাগাদ হাজিরার নোটিস পাঠানো হয় অভিষেককে বলে খবর। যার জেরে ইতিমধ্যেই সিবিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলতে শুরু করেছে ঘাসফুল শিবির।
[আরও পড়ুন: ‘স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করছেন!’, রাজ্য সরকারের পতন নিয়ে মন্তব্যে শাহর পদত্যাগ দাবি মমতার]
ঠিক কোন প্রেক্ষিতে নোটিস পাঠানো হয়েছে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে? আসলে দিনকয়েক আগে কুন্তল ঘোষের চিঠি ঘিরে কলকাতা হাই কোর্টে ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। গত ২৯ মার্চ, শহিদ মিনারের সভায় অভিষেক দাবি করেছিলেন, মদন মিত্র, কুণাল ঘোষদের দিয়ে একসময় জোর করে তাঁর নাম বলানোর চেষ্টা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। এরপর আদালতে পেশের সময় কুন্তল ঘোষের গলাতেও শোনা যায় একই অভিযোগের সুর। তাঁর দাবি, সিবিআই আধিকারিকরা অভিষেকের নাম বলতে চাপ দিচ্ছেন। অভিষেকের বয়ান থেকেই কুন্তল সূত্র পেয়েছিলেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই কারণে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে পর্যবেক্ষণ ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের পরই সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও অভিষেককে হাজিরার নোটিস দেওয়া হল। যা নিয়ে রাজনৈতিক তরজা যে তুঙ্গে পৌঁছবে, তা বলাই বাহুল্য।