shono
Advertisement

গরু পাচার মামলায় অনুব্রত ‘ঘনিষ্ঠ’আবদুল লতিফকে CBI তলব, নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ

আসানসোল বিশেষ সিবিআই আদালত সদ্যই তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে।
Posted: 12:48 PM Apr 29, 2023Updated: 01:03 PM Apr 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তর্বর্তী জামিনের পর ফের গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ আবদুল লতিফকে তলব সিবিআইয়ের। আগামী মঙ্গলবার নিজাম প্যালেসে তলব করা হয়েছে তাঁকে। বীরভূমের ইলামবাজারের পশুহাট সংক্রান্ত খোঁজখবর নিতে আবদুল লতিফকে তলব বলেই খবর।

Advertisement

লতিফ ছিলেন গরু পাচারের মূল দায়িত্বে। সিবিআই চার্জশিট দাবি করেছে, ইলামবাজারের গরুর হাটও নিয়ন্ত্রণ ছিল তাঁরই হাতে। এরপরই একের পর এক প্রভাব-প্রতিপত্তি বাড়তে থাকে। বোলপুরে মার্বেলের গোডাউন, তার পিছনে বিঘার পর বিঘা জমি, সুখবাজারে চৌপাহারি এলাকায় পাঁচ একরেরও বেশি জমি হ্যাচারি-পোলট্রি ফার্ম, ইলামবাজার দুবরাজপুরে হাইওয়ের উপর গাড়ি শোরুম ও গাড়ি সার্ভিস সেন্টার, জয়দেব রোডের উপর ১৫ বিঘারও বেশি জমি, ইলামবাজার দুবরাজপুর রোডে চালু না হওয়া পেট্রোল পাম্প, হোটেল ব্যবসা ছাড়াও একাধিক বৈধ ও অবৈধ বালি ব্যবসা রয়েছে তাঁর।

[আরও পড়ুন: ‘আজ আমার মৃত্যুদিন’, সুপ্রিম কোর্টের নির্দেশে ‘অভিমানী’ বিচারপতি গঙ্গোপাধ্যায়]

তবে নিজেকে পাথরের ব্যবসায়ী বলেও দাবি করতেন লতিফ। গরু পাচার কাণ্ডে এনামুল গ্রেপ্তারের পরই গা ঢাকা দেন তিনি। দীর্ঘ সময় ফেরার থাকার পর সুপ্রিম কোর্টের নির্দেশে গত বৃহস্পতিবার সকালে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেন তিনি। কার্যত ছদ্মবেশে কালো টুপি, কালো চেক জামা, জিন্সের প্যান্ট, মুখে কালো মাস্ক, চোখে চশমা দিয়ে আবদুল লতিফ ঢুকে পড়েন আসানসোল সিবিআই আদালতে। ১৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ৬ মে পর্যন্ত লতিফের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন বিচারক। তবে লতিফের পাসপোর্ট জমা রাখতে হয়। ৩ দিন অন্তর তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে তাঁকে। তদন্ত সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন লতিফের আইনজীবী।

[আরও পড়ুন: মামলা হাতছাড়া হওয়ায় ‘মনখারাপ’ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, কী বলছে বিরোধী দলগুলি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার