shono
Advertisement

রাহুলের যাত্রায় যোগ দেওয়ার পরেই সিবিআই তলব অখিলেশকে, কী অভিযোগ?

কবে হাজিরা দিতে হবে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে?
Posted: 02:42 PM Feb 28, 2024Updated: 04:18 PM Feb 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেআইনি খনন মামলায় অখিলেশ যাদবকে (Akhilesh Yadav) সমন পাঠাল সিবিআই। বৃহস্পতিবারই তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন বেআইনিভাবে খনন করিয়েছেন তিনি। 

Advertisement

সূত্রের খবর, বৃহস্পতিবারই জেরা করা হতে পারে অখিলেশকে। কী অভিযোগ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে? জানা গিয়েছে, যোগীরাজ্যের সাতটি জেলা থেকে অবৈধভাবে খননের অভিযোগ ছিল। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত নিয়ম বিরুদ্ধভাবে খনন হয়েছে এই জেলাগুলোতে। সেই অভিযোগের ভিত্তিতে তলব করা হয়েছে সমাজবাদী পার্টির (Samajwadi Party) প্রেসিডেন্ট অখিলেশকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই অভিযোগের সাক্ষী হিসাবেই তলব করা হয়েছে। 

[আরও পড়ুন: হিমাচলে বিদ্রোহীদের তীব্র আক্রমণ, কংগ্রেসের শুদ্ধিকরণের ডাক, দলেই থাকছেন সিধু?]

২০১২ থেকে ২০১৬ পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন অখিলেশ। খনি দপ্তরও ছিল তাঁর হাতে। সিবিআইয়ের (CBI) অভিযোগ, এই সময়ের মধ্যে খননের লাইসেন্স নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে সাত জেলায়। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা উড়িয়ে খননের অনুমতিপত্র দেওয়া হয়েছিল। এমনকি একদিনে ১৩টি প্রকল্পে সিলমোহর দেওয়ারও অভিযোগ উঠেছে অখিলেশের বিরুদ্ধে।

খনন দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাই কোর্ট। সেই ভিত্তিতে ২০১৬ সালে সাতটি অভিযোগ দায়ের করে সিবিআই। তবে তার পরে দীর্ঘ সময় কেটে গেলেও এই মামলায় কোনও অগ্রগতি হয়নি। বিশ্লেষকদের অনুমান, লোকসভা নির্বাচনের ঠিক আগেই অখিলেশকে তলবের নেপথ্যে রাজনীতি থাকতেই পারে। দীর্ঘ ডামাডোলের পরে অবশেষে আসনরফা নিয়ে কংগ্রেসের সঙ্গে সহমত হয়েছে সমাজবাদী পার্টি। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাতেও পা মিলিয়েছেন অখিলেশ। তার পরেই সিবিআই তলব পেলেন তিনি।

[আরও পড়ুন: প্রয়াত রাজীব গান্ধীর খুনি সন্থান, ভুগছিলেন যকৃতের অসুখে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement