সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। শহর জুড়ে ইতিমধ্যেই পুজোর আমেজ। শপিংমলে ভিড়। অনেকেই প্ল্যান করে ফেলেছেন পুজোর কটা দিন কীভাবে কাটাবেন। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়েরও প্ল্যান (Celebrity Der Durga Puja) একেবারে রেডি। তা এবারের পুজোয় কলকাতাতেই থাকছেন নাকি 'ভটভটি' চেপে ঘুরতে যাবেন? সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে বিবৃতিকে এই প্রশ্ন করা হলে, এক মুখ হাসি নিয়ে বিবৃতির সোজা উত্তর, ''এবার আর কলকাতায় থাকছি না। বরং পুজোর কটা দিন শহরের বাইরেই থাকব। আমার বাড়িতে অবশ্য পুজো হয়। এবার সেই পুজো ২৫ বছরে পা দেবে। তবুও এবারের পুজোতে থাকব না। আমার এই সিদ্ধান্তে বাড়ির লোক একটু রেগে অবশ্যই রয়েছে, কিন্তু অনেক কষ্টে আমি সবাইকে রাজি করিয়ে ফেলেছি।''
পুজো মানেই ছোটবেলার স্মৃতিতে ডুব দেওয়া। বিবৃতিও কি ছোটবেলায় ফিরে যান বিবৃতি? অভিনেত্রী জানালেন, '' অবশ্যই, আমার কাছে ছোটবেলার পুজো মানেই প্রচুর জামাকাপড় উপহার পাওয়া। তখন তো, নিজেরা শপিং করতাম না। তাই বাড়ির বড়রাই কিনে এনে দিতেন। সেই ব্যাপারটা খুব আনন্দের ছিল।'' আর পুজোর পেটপুজো? বিবৃতির কথায়, ''আমাদের বাড়িতে যেহেতু দুর্গাপুজো হয়। তাই প্রত্যেকদিনই নানারকম পদ তৈরি হয়। তবে আমার প্রিয় দশমীর দিনের ডাল, ভাত আর আলুভাজা। এটাই আমার সবচেয়ে কমফোর্ট ফুড। ''
এবারের পুজোটা অন্যবারের থেকে অনেকটাই আলাদা। পুজোর কয়েক মাস আগে এই তিলোত্তমা মর্মান্তিক এক ঘটনার স্বাক্ষী। শহর সদ্য দেখেছে বিক্ষোভ, মিছিল, প্রতিবাদ। এমন এক শহরে যখন উমার আগমণ, তখন মায়ের কাছে কী চাইবেন বিবৃতি? উত্তরে অভিনেত্রী জানালেন, ''পুজোর সময়ই শুধু মায়ের কাছে চাইব ব্যাপারটা সেরকম নয়। তবে হ্যাঁ, শহরে যে ঘটনা ঘটে গেল, তার পর পুজো এল। তাই মা দুর্গার কাছে চাইব আমরা যেন সবাই সুবিচার পাই। কারণ, এই বিচারটা শুধুমাত্র তিলোত্তমার পরিবারের নয়, গোটা রাজ্য, গোটা দেশের। তাই চাইব বিচারটা যেন তাড়াতাড়ি পাই।''