সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর বাকি আর মাত্র ২০ দিন। শহর জুড়ে এখন পুজোর আমেজ। ইতিমধ্যেই অনেকেই শপিং শুরু করে দিয়েছেন পুজোর। তা অভিনেত্রী দেবলীনা কুমার এবার পুজোয় কী করছেন? সংবাদ প্রতিদিন ডিজিটালের কাছে পুজো প্ল্যান (Celebrity Der Durga Puja) শেয়ার করলেন দেবলীনা।
দেবলীনার কথায়, ''পুজোতে আমার সেভাবে কোনও বিশেষ প্ল্যান থাকে না। প্রতিবছরই ত্রিধারাতে থাকি। এবছরও তাই থাকব। বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা দেব। বাইরে হয়তো কোথাও খেতে যাব। আসলে ত্রিধারার পুজোটা আমার কাছে বাড়ির পুজোর মতো। তাই এখানেই বেশি সময়টা কাটবে।''
পুজো আসা মানেই ছোটবেলার দিনগুলোতে উঁকি। সেই প্য়ান্ডেল হপিং, সেই নতুন জামা, জুতো কেনা, ছোটেবেলার এক বাড়তি আকর্ষণ। তবে এখন সেই ছোটবেলায় দেখা কলকাতা নেই। পুজোর আমেজও পালটেছে। দেবলীনার কী ছোটবেলার পুজোর কথা মনে পড়ে?
দেবলীনা জানান, ''আমি খুবই ভাগ্যবতী যে আমার ছোটবেলার পুজোটা যেখানে কেটেছে, আমার বড়বেলার পুজোটাও সেখানেই কাটছে। তাই নস্ট্য়ালজিয়া খুব একটা হয় না। তবে হ্যাঁ, পুজোর কটা দিন বাড়ির লোকদের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়। এই সময়টাই স্পেশাল হয়ে থাকে। সেটাই নস্ট্যালজিয়া।''
তবে এবারের পুজোটা দেবলীনার মনের কোণায় একটু হলেও দুঃখ লুকিয়ে রয়েছে। কারণ তিনিও তাকিয়ে রয়েছেন তিলোত্তমার বিচারের দিকে। তাই এবার মা দুর্গার কাছে দেবলীনার একটাই প্রার্থনা, শান্তি! দেবলীনা জানান, ''মায়ের কাছে এবার একটাই চাওয়া। তিলোত্তমার বিচার। সারা কলকাতাবাসীর তো একটাই চাওয়া এখন। আর চাইব, যেন কলকাতায় শান্তি ফিরে আসে।''