shono
Advertisement
Celebrity Der Durga Puja

অষ্টমীর অঞ্জলিতে আড়চোখে প্রেম হয়: গার্গী

ছোটবেলার পুজোর কথা শেয়ার করলেন অভিনেত্রী।
Published By: Akash MisraPosted: 08:34 PM Sep 25, 2024Updated: 04:42 PM Sep 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। শহর জুড়ে ইতিমধ্য়েই পুজো পুজো সাজ। নিউ মার্কেট থেকে হাতিবাগান, শহরের নানা শপিং মলে ভিড়। তা পুজো নিয়ে কী প্ল্যান অভিনেত্রী (Celebrity Der Durga Puja) গার্গী রায়চৌধুরীর? পুজো এলেই কোন নস্ট্যালজিয়ায় ভাসেন তিনি? সংবাদ প্রতিদিনকে গার্গী জানালেন, ''সাউথ ক‌্যালকাটার দুর্গাপুজো প্রথম আমাকে নৈশ‌‌ আড্ডার ছাড়পত্র দিয়েছে। রাত আটটার পর যে আড্ডা মারা যায় সেটা পুজো না এলে জানতেই পারতাম না। আমার ষোলো-সতেরো কেটেছে দক্ষিণ কলকাতায় । বাড়ি ছিল পার্ক সার্কাস এলাকায়। ওই বয়সের পুজোর সময়টা মনে পড়লেই নির্ভেজাল সেই আড্ডার দিনগুলো মনে পড়ে। আশপাশের অনেকেরই পুজোয় দিব্যি প্রেম-টেম হয়ে যেত। আমার কপাল খারাপ। দুর্গাপুজোয় প্রেম হয়নি কখনও। আসলে ‘প্রেমের জন‌্য একটা দিন নির্দিষ্ট দিন’ এই থিওরিতে আমি বিশ্বাসী নই। আমার কাছে বছরের প্রত্যেকটা দিনই প্রেমের দিন। তার মধ্যে দুর্গাপুজোও রয়েছে। শুনেছি অষ্টমীর অঞ্জলি দিতে গিয়ে আড়চোখে কেউ খুঁজে পেয়েছে মনের মানুষকে। আমি কিন্তু প্রেমের জন‌্য বাণী বন্দনাকেই এগিয়ে রাখব। প্রেমের জন‌্য নির্দিষ্ট কোনও দিনকে যদি বাছতেই হয়, আমি বেছে নেব সরস্বতী পুজোকে। ওই দিন একটা অদ্ভুত মনকেমন। একটা আলাদা অনুভূতি। এখনও। এই অনুভূতিটা যে ঠিক কী, সে বলে বোঝানো যাবে না।''

Advertisement

গার্গী আরও জানালেন, ''আমার প্রথম শাড়ি পরা সরস্বতী পুজোয়। সে গল্প থাক, আজ দুর্গাপুজোতেই ফিরি। সাউথ ক‌্যালকাটার সেই পুজো। আমরা বন্ধুরা মিলে বেপাড়ায় গিয়ে খুব যে হুল্লোড় করতাম তা নয়। আমাদের আড্ডাটা ছিল পাড়ার মধে‌্যই। তখন এই প্লাস্টিকের চেয়ার ছিল না। ফোল্ডিং কাঠের চেয়ারে বসে তুমুল গল্প। আমাদের পাড়ায় পুজো এলেই নানান প্রতিযোগিতা হত। সেই সব কম্পিটিশনে নাম দিতাম। এরপর আস্তে আস্তে বড় হলাম। সিরিয়ালে অভিনয়ের সুযোগ এল। এই দুর্গাপুজোতেই একটা বড় পাওনা, নিজেকে সেলিব্রিটি হিসাবে খুঁজে পাওয়া। দূরদর্শনে ‘বাহান্ন এপিসোড’ করি ’৯৮-এ। প্রথম পুজো উদ্বোধন করতে যাওয়া ’৯৯-এ। সে এক আলাদা অভিজ্ঞতা। যে পুজো ছোটবেলায় দেখতে যেতাম বড়দের সঙ্গে, সেখানেই আমায় টাকা দিয়ে নিয়ে গিয়েছে উদ্বোধন করতে। আমায় একঝলক দেখতে হুড়োহুড়ি। এইটার অন‌্যরকম একটা মজা। পুজো উদ্বোধন করে আবার টাকা পাব! একটা মন আমায় বলছে, ‘‘এ মা কী করছি।’’ ঠিক সে সময় আরেকটা মন কানে কানে বলল... ‘‘গার্গী, তুমি জনপ্রিয়তা পেয়েছ। এটা তোমার প্রাপ‌্য।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিরিয়ালে অভিনয়ের সুযোগ এল। এই দুর্গাপুজোতেই একটা বড় পাওনা, নিজেকে সেলিব্রিটি হিসাবে খুঁজে পাওয়া।
  • গার্গী আরও জানালেন, ''আমার প্রথম শাড়ি পরা সরস্বতী পুজোয়।
Advertisement