shono
Advertisement

Breaking News

বিবাহিত মহিলাদেরই মন বেশি কেরিয়ারে, বলছে সমীক্ষা

কিন্তু এরও ‘সাইড এফেক্ট’ রয়েছে! The post বিবাহিত মহিলাদেরই মন বেশি কেরিয়ারে, বলছে সমীক্ষা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:15 PM Dec 19, 2016Updated: 05:45 PM Dec 19, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে হয়ে গেলেই নাকি মহিলারা সংসার জীবনে ব্যস্ত হয়ে পড়েন৷ এমনটাই মনে করেন অনেকে৷ যুগের সঙ্গে তাল মিলিয়ে পাল্টেছে সমাজ৷ পাল্টেছে দৃষ্টিভঙ্গীও৷ এখন আর বিয়ে মানেই মহিলাদের কেরিয়ারে ইতি নয়৷ সংসার সামলেও দিব্যি কাজ করছেন বিবাহিত মহিলারা৷ বরং অবিবাহিত মহিলাদের থেকে অনেক বেশি সংখ্যক বিবাহিত মহিলা সাফল্যের সঙ্গে কাজ করছেন ঘরের বাইরে বেরিয়ে৷ সম্প্রতি ২০১১ সালের জনগণনার রিপোর্ট প্রকাশিত হয়েছে৷ সেখানেই সামনে এসেছে এই তথ্য৷

Advertisement

গণনায় জানা গিয়েছে, সন্তানের জন্ম দিতে সক্ষম এমন বয়সি মহিলাদের মধ্যে মাত্র ২৭ শতাংশ অবিবাহিত মহিলা কাজ করেন৷ যেখানে বিবাহিত কর্মরত মহিলাদের সংখ্যা শতকরা ৪১ ভাগ৷ ১৫ থেকে ৪৯ বছরের মহিলাদের এই বিভাগে রাখা হয়েছে৷ তবে এই সাফল্যের একটি অন্যদিকও রয়েছে৷ সমীক্ষায় দেখা গিয়েছে, বিবাহিত কর্মরত মহিলাদের মধ্যে সন্তানধারণের হার গত দশকের তুলনায় অনেকটাই কমে গিয়েছে৷ বিশেষজ্ঞদের মতে, কাজ ও সংসার দুই দিক সামলানোর চাপেই মহিলাদের মধ্যে সন্তানধারণের ইচ্ছা কমে যাচ্ছে৷

The post বিবাহিত মহিলাদেরই মন বেশি কেরিয়ারে, বলছে সমীক্ষা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement