সন্দীপ চক্রবর্তী: আনলক ওয়ানের প্রথম পর্যায়ে রাত ৯টা থেকে সকাল পাঁচটা পর্যন্ত কারফিউ জারির ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। কিন্তু সেই সময় হাইওয়ের গাড়ি চলাচল, জরুরি কাজে বের হওয়া কোনও ব্যক্তি বা সামগ্রী লোডিং-আনলোডিংয়ে বাধা দেওয়া যাবে না। শু্ক্রবার সেই কথা আরও একবার মনে করিয়ে রাজ্যগুলিকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা।
চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব লেখেন, আনলক ওয়ান সংক্রান্ত ঘোষণার দিনই এই কারফিউয়ের কথা বলা হয়েছিল। জানানো হয়েছিল, অপ্রয়োজনীয় ভিড় এড়াতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই এই কারফিউ জারি করা হচ্ছে। তবে কারা কারা এই কারফিউ থেকে ছাড় পাবেন, তা সুনির্দিষ্ট করে বলা হয়েছিল। তারপরেও কিছু কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সেই নিয়মকানুন মানছেন না বলে জানিয়েছেন অজয় ভাল্লা। তাঁদের সেই নিয়ম আরও একবার মনে করিয়ে দিতেই এই চিঠি।
[আরও পড়ুন : মোট সংক্রমিতের সংখ্যা ছাড়াল ১০ হাজার, ২৪ ঘণ্টায় আক্রান্ত ও সুস্থতার জোড়া রেকর্ড রাজ্যে ]
চিঠিতে সুস্পষ্টভাবে জানানো হয়েছে, কারা কারা কারফিউ থেকে ছাড় পাবেন। জানানো হয়েছে,
- যে সমস্ত বাস জাতীয় সড়ক বা রাজ্য সড়ক ধরে যাত্রীদের নিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছে কিংবা নিজের রাজ্যেই এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে যাচ্ছে, তারা ছাড় পাবে।
- সাপ্লাই চেন ও লজিস্টিকের জন্য মাল খালাস করা ও লোড করায় বাধা দেওয়া যাবে না।
- বাস, ট্রেন বা বিমান ধরতে যাওয়ার জন্য যারা বাড়ি থেকে বের হয়েছেন, তাদের কারফিউয়ের দোহাই দিয়ে আটকানো যাবে না।
[আরও পড়ুন : UGLY বোঝাতে কৃষ্ণাঙ্গের ছবি ব্যবহার, বর্ণবিদ্বেষী পাঠ দেওয়া বই নিষিদ্ধ করল রাজ্য]
প্রসঙ্গত, বাংলায় কারফিউ জারি করতে রাজি হননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরং রাত নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কড়াভাবে লকডাউন পালনের কথা জানিয়েছিলেন তিনি। তবে সেক্ষেত্রেও কেন্দ্রের এই নির্দেশিকা মানতে হবে বলে জানিয়েছে ওয়াকিবহাল মহল।
The post নাইট কারফিউ থেকে কারা ছাড় পাবেন? চিঠি দিয়ে রাজ্যকে স্পষ্ট করল কেন্দ্র appeared first on Sangbad Pratidin.