সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন করে সেজে উঠছে পুরুলিয়ার বলরামপুর ব্লক। স্থানীয়দের জীবনের মানোন্নয়নের স্বার্থে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, বিদ্যালয়ের সংস্কার থেকে পড়ুয়াদের জন্য বিনে পয়সার কোচিংয় চালু হল সেখানে। শুধু শিক্ষা নয়, সাড়ে চারশো একর জমির চাষাবাদের জন্য জল ধরে রাখার জন্য বিশেষ উদ্য়োগও নেওয়া হয়েছে। আর এই উন্নয়নের নেপথ্যে রয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থা এলটিআইমাইন্ডট্রি।
নীতি আয়োগের তালিকা অনুযায়ী, দেশের উন্নতিকামী ১৬টি ব্লকের মধ্যে রয়েছে পুরুলিয়ার বলরামপুরও। সেখানকার আদিবাসী জনগোষ্ঠী জীবনের উন্নয়নের জন্য় সার্বিক গ্রামোন্নয়ন কর্মসূচি বা ইন্টিগ্রেটেড ভিলেজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা আইভিডিপির মাধ্য়মে একাধিক প্রকল্পের কাজ শুরু হয়েছে। সৌজন্যে এলটিআইমাইন্ডট্রি-র সামাজিক দায়বদ্ধতা বা কর্পোরেট সোশাল রেসপন্সিবিলিটি বা সিএসআর। প্রকল্প রূপায়ণে তথ্যপ্রযুক্তি সংস্থা সহযোগী ইএজিএল লাইভলিহুড ফাইন্ডেশন। কী কী কর্মসূচি রয়েছে এই সামাজিক উন্নয়ন প্রকল্পে?
মূলত পাঁচটি বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে।
এক, বিভিন্ন গ্রাম পঞ্চেয়েত অন্তর্গত ৫ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংস্কার।
দুই, পাঁচ স্কুলের পড়াশোনার পরিকাঠামো উন্নয়ন।
তিন, বোর্ডের পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং সেন্টার।
চার, চাষের জলের ব্যবস্থা।
পাঁচ, সৌরশক্তি নিয়ন্ত্রিত সিগন্যালিং প্রক্রিয়া।
বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর এলটিআইমাইন্ডট্রি চিফ সাসটেনিবিলিটি অফিসার পানেশ রাও কর্মসূচির উদ্বোধন করেছেন। জানিয়েছেন, ৫ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে লেখাপড়া ও খেলার সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে। সরবরাহ করা হবে সদ্য প্রসূতি ও ৬ বছর বয়স পর্যন্ত শিশুদের প্রয়োজনীয় সামগ্রী। স্কুলগুলির পড়াশোনার পরিকাঠামোর উন্নয়ন করা হয়েছে। ইএজিএল লাইভলিহুড ফাইন্ডেশনের হয়ে স্কুল ও অঙ্গলওয়াড়ি কেন্দ্র সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে 'প্রয়াস ইনফ্রাস্ট্রাকচার এন্টারপ্রাইজে'র হাত ধরে। বিনামূল্য কোচিং সেন্টার চালু হয়েছে বরাউমা হাই স্কুল এবং চণ্ডিতলা হাই স্কুলে। স্থানীয় কৃষকদের সাহায্য়ার্থে সাড়ে ২২ হাজার ঘন মিটার পুকুরও কাটা হয়েছে। এই কাজটিও করেছে 'প্রয়াস'। এর পাশাপাশি এলাকায় দুর্ঘটনা কমাতে চালু হয়েছে সৌর নিয়ন্ত্রিত সিগনাল।
বড়দিনে প্রকল্পের উদ্বোধন করে পানেশ রাও জানান, "বলরামপুর ব্লকে সার্বিক গ্রামোন্নয়ন কর্মসূচি শুরু করেছে এলটিআইমাইন্ডট্রি। সমাজের স্থায়ী উন্নয়ন এবং গ্রামের মানুষের জীবনের মান্নোয়নের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয়দের সাহায্য়ে শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামোর উন্নয়নই আমাদের লক্ষ্য। বলরামপুরের স্থানীয়দের জীবনের মানোন্নয়ন ও স্থায়ী পরিবর্তন আনতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।"