সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশে চাকরির টোপ দিয়ে ভারতীয়দের রুশসেনায় পাঠানো হচ্ছে। এই অভিযোগে নিয়ে নড়েচরে বসেছে কেন্দ্র। তদন্ত শুরু করেছে সিবিআই। বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। কয়েকজনের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ভিত্তিতে শুক্রবার বিবৃতি দিয়েছে বিদেশমন্ত্রক। এই ঘটনায় জড়িতদের কড়া শাস্তি দেওয়া হবে জানানো হয়েছে।
এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। মানব পাচারের একটি বড় নেটওয়ার্কের হদিশ মিলেছে। বেশ কয়েকটি শহরে তল্লাশি চালানো হয়েছে। তদন্তকারীদের হাতে তথ্যপ্রমাণ রয়েছে। বেশ কয়েকজন এজেন্টের বিরুদ্ধে মানব পাচারের মামলা দায়ের করেছে সিবিআই। সমস্ত এজেন্ট ও সংস্থা, যারা বিদেশে ভারতীয়দের প্রলোভন দেখিয়ে পাঠাত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সকলকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। ভারতীয়দের দ্রুত দেশে ফেরানোর জন্য রাশিয়ার সরকারের সঙ্গে আলোচনা চলছে। তাঁদের যেন সেনাবাহিনীর চুক্তি থেকে দ্রুত অব্যাহতি দেওয়া হয় সেনিয়ে উচ্চপর্যায় আলোচনা চলছে।” পাশাপাশি তিনি বলেন, “আমি সকলকে অনুরোধ করব, এজেন্টের ফাঁদে পা দেবেন না। রাশিয়ায় চাকরির প্রলোভনে পা দেবেন না। এতে জীবনের ঝুঁকি রয়েছে। ”
[আরও পড়ুন: মোদির হিন্দুত্ব মোকাবিলায় জাতগণনা-কৃষক ক্ষোভ, কংগ্রেসের প্রার্থী তালিকায় কোন ইঙ্গিত?]
জানা গিয়েছে, বৃহস্পতিবার সাত শহরের দশটি এলাকায় তল্লাশি চালিয়েছে সিবিআই। মানব পাচারের অভিযোগে অভিযোগে মোট চারটি সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। দিল্লি, মুম্বই, চেন্নাই, তিরুঅনন্তপুরম, অম্বালা, চণ্ডীগড় এবং মাদুরাইয়ের মোট দশটি এলাকায় চলেছে তল্লাশি। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করছেন আধিকারিকরা। ল্যাপটপ, ফোন ছাড়াও এই তল্লাশির পরে ৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে সিবিআই।
প্রাথমিক তদন্তে সিবিআই সূত্রে খবর, ভালো কাজের টোপ দিয়ে মোট ৩৫ জনকে ভারত থেকে রাশিয়ায় পাঠানো হয়েছে। তবে সকলকেই যুদ্ধে পাঠানো হয়েছে কিনা তা জানা যায়নি। কিন্তু গত কয়েকদিনে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে দুজন ভারতীয়র মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যেই পাঞ্জাবের হোশিয়ারপুরের একদল তরুণ পর্যটক ভারত সরকারের কাছে অভিযোগ জানিয়েছেন, তাঁরা রাশিয়ায় বেড়াতে এসেছিলেন। কিন্তু তাঁদের যুদ্ধ করতে বাধ্য করা হচ্ছে।