shono
Advertisement

Breaking News

‘আবর্জনার’ মূল্য চন্দ্রযানের বাজেটের সমান! বাতিল কাগজ বিক্রিতেই ৬০০ কোটি আয় কেন্দ্রের

কাগজ, ফাইলের পাশাপাশি বাজেয়াপ্ত গাড়ি নিলামে তোলা হয়।
Posted: 09:32 AM Sep 13, 2023Updated: 09:35 AM Sep 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো আসছে মানে বাঙালির ঘর পরিস্কারের দিন। খবররের কাগজ থেকে শুরু করে বাতিল এটা সেটা বিক্রি করে দু’পয়সা আয় হয় গৃহস্থের। সেই একই কাজ যখন সরকার করে, তখন আয় কোথায় পৌঁছাতে পারে? সম্প্রতি একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সরকারি অফিসের ‘আবর্জনা’ বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় করেছে মোদি সরকার। বিক্রির তালিকায় ছিল বাতিল কাগজ, ফাইল, অকেজো যানবাহন ইত্যাদি। এতেই ইসরোর চন্দ্রযান ৩-এর বাজেটের সমান অর্থ ঘরে তুলেছে কেন্দ্র (Central Government)।

Advertisement

২০২১ সাল থেকেই এই ধরনের সাফাই অভিযান শুরু করেছে সরকার। সেই সূত্রে ৩১ লক্ষটি সরকারি ফাইল আলমারি থেকে সরানো হয়েছে বলে খবর। ১৮৫ লক্ষ বর্গফুট জায়গা খালি হয়েছে গত দু’বছরে। বাজেয়াপ্ত করা যাবতীয় পুরনো গাড়ি নিলাম করা হয়েছে। সাম্প্রতিক সাফাই অভিযানে কেন্দ্রীয় সরকারের ১.০১ লক্ষ অফিসের অসংখ্য ঠিকানায় ঢুঁ মেরেছিলেন আধিকারিকেরা। ‘আবর্জনা’ হটানোর অভিযানে সরকারের সবকটি দপ্তর একজোট হয়ে অংশ নিচ্ছে।

[আরও পড়ুন: উত্তরপ্রদেশে ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ! অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ]

উল্লেখ্য, সরকারের এই আয়ের পরিসংখ্যান অগস্ট পর্যন্ত। অনুমান করা হচ্ছে, আগামী অক্টোবর মাসের মধ্যে আয়ের পরিমাণ হাজার কোটির গণ্ডি ছাড়াতে পারে। জানা গিয়েছে, আগামী ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আবারও পরিচ্ছন্নতা অভিযান চালাবে মোদি সরকার। যা থেকে আরও ৪০০ কোটি টাকা পর্যন্ত আয় হতে পারে।

[আরও পড়ুন: কমল খুচরো মুদ্রাস্ফীতির হার, দাম কমবে নিত্যপণ্যের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement