shono
Advertisement

বাঙালি আবেগ ছুঁতে ভরসা মনীষীরাই! জন্মবার্ষিকী পালনে বিশেষ ভাবনা সংস্কৃতি মন্ত্রকের

কী কী পরিকল্পনা রয়েছে কেন্দ্রের?
Posted: 01:30 PM Jun 27, 2021Updated: 01:30 PM Jun 27, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে (Assembly Election 2021) বাংলায় হয়নি কাঙ্ক্ষিত ফল। তবে হাল ছেড়ে দিতে নারাজ বিজেপি। বাংলার মনীষীদের হাতিয়ার করে বাঙালি আবেগে ধাক্কা দিয়ে রাজ্য দখলের ভাবনায় পদ্ম শিবির। সূত্রের খবর, তাই রাজা রামমোহন রায়, ঋষি অরবিন্দ এবং সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীতে নানা অনুষ্ঠানের ভাবনা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের।

Advertisement

চলতি বছরের বিধানসভা নির্বাচনে বাংলাকে পাখির চোখ করেই প্রস্তুতি নিয়েছিল বিজেপি (BJP)। সে কারণে একাধিকবার বাংলায় ভোট প্রচারে এসেছিলেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। ভোটপ্রচারের সময় বিপুল ভোটে জিতে বাংলার মসনদে বসার কথা আশা প্রকাশ করেছিলেন তাঁরা। সেই সময় বাংলাবাসীকে কাছে টানার জন্য মনীষীদের হাতিয়ার করেছিল গেরুয়া শিবির। ভোটপ্রচারের মঞ্চে পদ্মশিবিরের নেতা-মন্ত্রীর গলায় শোনা গিয়েছে স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের নাম। বাংলার সংস্কৃতিকে হাতিয়ার করে বাঙালিদের আবেগকে ধাক্কা দেওয়াই ছিল মূল লক্ষ্য। বারবার বাংলা ভাষায় টুইটও করতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদি, অমিত শাহদের। তবে বারবার ‘বহিরাগত’ তত্ত্বকে সামনে নিয়ে এসেছে শাসকদল তৃণমূল। তা নিয়ে আকচাআকচিও কম হয়নি। এত কিছু পরেও ভোটের ফল আশানুরূপু হয়নি বিজেপির। হার হয়েছে গেরুয়া শিবিরের। তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসেছে তৃণমূল। 

[আরও পড়ুন: জম্মু বিস্ফোরণ কাণ্ডে তদন্তে NIA-NSG বম্ব স্কোয়াড, সতর্কতা জারি পাঠানকোট সেনা ঘাঁটিতে]

তবে তাতে বাংলা দখলে আশা ছাড়তে নারাজ গেরুয়া শিবির। পরিবর্তে আরও কোমর বেঁধে আসরে নামছে তারা। জানা গিয়েছে, এবার রামমোহন রায়, ঋষি অরবিন্দ, সত্যজিৎ রায়ের মতো ব্যক্তিত্বকে হাতিয়ার করছে বিজেপি। সূত্রের খবর, কেন্দ্রের ‘জাগৃত ভারত’ কর্মসূচির মাধ্যে রাজা রামমোহন রায়ের ২৫০ বছরে জন্মোৎসব পালন করার ভাবনাচিন্তা চলছে। জেশের বিভিন্ন প্রান্তে জাতীয় সম্মেলনের আয়োজন করা হতে পারে। কেন্দ্রীয় গ্রন্থাগারগুলিতে খোলা হবে ‘রামমোহন রায় নলেজ সেন্টার।’ এছাড়াও তাঁর নামাঙ্কিত ই-লাইব্রেরিও খোলার কথা ভাবা হচ্ছে। ঋষি অরবিন্দ এবং সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী পালন নিয়েও বিশেষ পরিকল্পনা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের।

[আরও পড়ুন: Mann Ki Baat: মিলখা সিংকে শ্রদ্ধা মোদির, অলিম্পিকের জন্য শুভেচ্ছা জানালেন অ্যাথলিটদেরও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement