shono
Advertisement

জট কাটানোর প্রচেষ্টা জারি, আজ ফের আলোচনার টেবিলে আন্দোলনকারী কৃষক ও কেন্দ্র

প্রতিবাদ স্বরূপ দেশের বিভিন্ন প্রান্তে নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়াবেন কৃষকরা।
Posted: 09:42 AM Dec 05, 2020Updated: 01:15 PM Dec 05, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষক আন্দোলনের (Farmers’ Protest) আঁচ ক্রমশই বাড়ছে। চাপ বাড়ছে কেন্দ্রের উপরেই। নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের অনড় মনোভাব, দিল্লি-হরিয়ানা সীমানায় অবস্থান বিক্ষোভ – এসবের সমাধান খুঁজতে ফের আজ পঞ্চম দফায় তাঁদের সঙ্গে আলোচনার টেবিলে বসছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। সূত্রের খবর, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এদিন ফের আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সমাধানসূত্র বের করার পথে হাঁটবেন। পঞ্চম বৈঠক কতটা ফলপ্রসূ হয়, সেদিকে এখন কড়া নজর সবমহলের।

Advertisement

চলতি সপ্তাহেই কয়েকদফা বৈঠক, আলোচনার পরও বেরয়নি সমাধানসূত্র। কৃষকদের দাবি একটাই, প্রত্যাহার করে নিতে হবে নতুন তিনটি কৃষি আইন। কারণ, তা সম্পূর্ণ কৃষক বিরোধী বলে মনে করছেন তাঁরা। বিশেষত ন্যূনতম সহায়ক মূল্য (MSP) তুলে নেওয়ার বিষয়টি একেবারেই না-পসন্দ তাঁদের। এই চাপে পড়ে আগের বৈঠকে অবশ্য MSP নিয়ে সরকার আশ্বাস দিয়েছিল। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের আশ্বাস ছিল, এমএসপি-তে হাত দেওয়া হবে না। আদালতে যাওয়ার দাবিও বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। কৃষিমন্ত্রী জানিয়ে দেন, এমএসপি নতুন কৃষি আইনের অংশ নয়। তাই বিষয়টিতে কোনও পরিবর্তন করা হবে না। বরং সরকার এমএসপিগুলিকে আরও শক্তিশালী করার জন‌্য কাজ করবে। তাতেও আশ্বস্ত হননি কৃষকরা। আইন প্রত্যাহারের দাবিতেই অনড় তাঁরা।

[আরও পড়ুন: আলোচনায় অধরা সমাধানসূত্র, ৮ ডিসেম্বর ভারত বনধের ডাক কৃষক সংগঠনগুলির]

শুক্রবার নিষ্ফলা বৈঠকের পর সন্ধের দিকে আন্দোলনরত কৃষক সংগঠনগুলি ঘোষণা করে, ৮ তারিখ তাঁরা ভারত বন্‌ধ কর্মসূচি পালন করবে। দেশের বিভিন্ন প্রান্ত স্তব্ধ করে দেওয়া হবে। পাশাপাশি, আজ প্রতিবাদ স্থলে প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ানোর কর্মসূচিও রয়েছে কৃষকদের। ৮ তারিখ তাঁদের ডাকা বন্‌ধকে সমর্থন জানিয়ে হাত বাড়িয়ে দিয়েছে অন্যান্য রাজনৈতিক দলও। এই অবস্থায় সমাধানের রাস্তা বের করার আশা নিয়ে আজ ফের তাঁদের সঙ্গে আলোচনায় বসছে কেন্দ্র।

[আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ মহিলা কনস্টেবলের, কাঠগড়ায় ‌সাব ইন্সপেক্টর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement