shono
Advertisement

উৎসবের মরশুমে সুখবর সরকারি কর্মীদের, ৪ শতাংশ DA বৃদ্ধিতে ছাড়পত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার!

এর ফলে এবার ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
Posted: 02:33 PM Oct 18, 2023Updated: 04:05 PM Oct 18, 2023

সোমনাথ রায়, নয়াদিল্লি: উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। সপ্তম বেতন কমিশনের আওতায় ৪ শতাংশ ডিএ (DA) বা মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে। সূত্রের খবর, ইতিমধ্যে এই বিষয়ে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। এতদিন পর্যন্ত ৪২ শতাংশ ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ৪ শতাংশ বাড়ার ফলে তা পৌঁছাবে ৪৬ শতাংশে। ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ঠিক কতখানি লাভবান হবেন?

Advertisement

চতুর্থীতে জানা গেলেও ২০২৩ সালের জুলাই থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন কর্মীরা। ফলে গত কয়েক মাসের ‘এরিয়ার’ বা বকেয়াও পাবেন তাঁরা। বেসিক পে (মূল বেতন) যদি হয় ১৮ হাজার টাকা। ৪২ শতাংশ হারে এতদিন মাসে মহার্ঘ ভাতা পাওয়া যেত ৭,৫৬০ টাকা। ডিএ ৪৬ শতাংশ হওয়ায় এবার তা বেড়ে হবে ৮ হাজার ২৮০ টাকা। অর্থাৎ মাসে ৭২০ টাকা বেশি পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

[আরও পড়ুন: ২০ বছর ধরে বোনের চাকরি করছেন দিদি! বাম আমলের ‘দুর্নীতি’ নিয়ে শোরগোল ভাতারে]

গোটা দেশের কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি দুর্গাপুজো ও দেওয়ালির উপহার হতে চলেছে। এর ফলে উপকৃত হবেন ৪৭ লক্ষ কর্মী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী। উল্লেখ্য, কেন্দ্রের এই ডিএ বৃদ্ধির ফলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক আরও বাড়বে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ৬ শতাংশ হারে ডিএ পান। সেখানে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএয়ের পরিমাণ দাঁড়াল ৪৬ শতাংশ। অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের দাবি অনুযায়ী, ব্যবধান পৌঁছাল ৪০ শতাংশে।

[আরও পড়ুন: Abhishek Banerjee: ‘আমি ধর্মের রাজনীতি করি না’, ডায়মন্ড হারবার থেকে বিজেপিকে তোপ অভিষেকের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement