সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোথায় বেকারত্ব? কোথায় বেরোজগারি? শুধু কেন্দ্র সরকারই নাকি প্রতি মাসে ১৫-১৬ লক্ষ চাকরির সুযোগ তৈরি করছে। মঙ্গলবার এমনটাই দাবি করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি দাবি করছেন, বিশ্বব্যাপী আর্থিক মন্দার প্রকোপ দেখা গেলেও ভারতে তার প্রভাব পড়েনি। ভারত এখনও মাসে ১৫-১৬ লক্ষ চাকরি তৈরি করছে।
মঙ্গলবার রোজগার মেলার দ্বিতীয় সংস্করণের মঞ্চে দাঁড়িয়ে রেলমন্ত্রী দাবি করেন, বিজেপির সর্বদা দেশকে এগিয়ে রাখার নীতি আমাদের সব সমস্যা কাটিয়ে এগিয়ে চলতে সাহায্য করছে। যারা দেশকে এগিয়ে রাখে তাঁদের কোনও সমস্যায় পড়তে হয় না। রোজগার মেলার মঞ্চে অশ্বিনি বৈষ্ণব বলেন,”বিশ্বব্যাপী আর্থিক মন্দার মধ্যেও ভারত শক্তির উৎস হিসাবে আত্মপ্রকাশ করেছে। এখনও মাসে ১৫-১৬ লক্ষ চাকরি তৈরি করছে কেন্দ্র সরকার।” কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, মোদি সরকারের নীতিতে সমাজের সব শ্রেণির মানুষ ভাল আছে।
[আরও পড়ুন: ‘বিজেপিতে স্বস্তি নেই’, কংগ্রেসে প্রত্যাবর্তন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের]
যদিও কেন্দ্রীয় মন্ত্রী এই যে বিপুল কর্মসংস্থানের দাবি করছেন, বাস্তবের মাটিতে তাঁর প্রতিফলন কতটা সেটা নিয়ে প্রশ্ন উঠছেই। কারণ কেন্দ্র যে রোজগার মেলার আয়োজন করা শুরু করেছে, গত ২২ অক্টোবর দিল্লিতে সেই রোজগার মেলার প্রথম পর্বের শুরুতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, “আগামী এক বছরে সরকার ১০ লক্ষ কর্মসংস্থানের টার্গেট নিয়েছে সরকার।” প্রধানমন্ত্রী নিজেই যেখানে এক বছরে মাত্র ১০ লক্ষ সরকারি চাকরি দেওয়ার দাবি করছেন, সেখানে তাঁরই মন্ত্রী মাসে ১৬ লক্ষ চাকরির দাবি করছেন কীভাবে?
[আরও পড়ুন: বিলাসবহুল ঠিকানা থাকতেও মুম্বইতেই নতুন ফ্ল্যাট নিলেন বিরুষ্কা, জানেন ভাড়া কত লক্ষ টাকা?]
উল্লেখ্য, এ পর্যন্ত কেন্দ্রীয় স্তরে মোট দুটি রোজগার মেলার আয়োজন করেছে কেন্দ্র। যার প্রথমটিতে ৭৫ হাজার চাকরিপ্রার্থীকে দেওয়া হয় সরকারি চাকরির নিয়োগপত্র। মঙ্গলবার কেন্দ্রীয় স্তরের রোজগার মেলার দ্বিতীয় স্তরে আরও প্রায় ৭১ হাজার জনকে সরকারি চাকরির নিয়োগপত্র দেন প্রধানমন্ত্রী। অর্থাৎ দু’টি রোজগার মেলায় সব মিলিয়ে ১ লক্ষ ৪৬ হাজার মতো চাকরি পেয়েছেন।