সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দুত্ব নিয়ে বিতর্কিত মন্তব্যের জের! কন্নড় অভিনেতা চেতন অহিমসার ‘নাগরিকত্ব’ কার্ড (ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কার্ড) বাতিল করল স্বরাষ্ট্রমন্ত্রক। এমনই দাবি অভিনেতার। হিন্দুত্বকে ‘অপমান’ ও বিচারপতিদের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের ‘অপরাধে’ আগেই গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। বর্তমানে জামিনে মুক্ত কন্নড় অভিনেতা। শনিবার তাঁর ভারতীয় নাগরিকত্ব কার্ড বাতিল হওয়ায় আরও বিপাকে পড়লেন তিনি।
‘হিন্দুত্ব মিথ্যার উপর দাঁড়িয়ে।’ এমনই দাবি করেছিলেন কন্নড় অভিনেতা। এমনকী, হিজাব বিতর্ক চলাকালীন কর্ণাটক হাই কোর্টের বিচারপতিকে নিয়েও তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। এর জেরে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল বজরং দল। সেই অভিযোগের ভিত্তিতে মার্চ মাসে চেতনকে গ্রেপ্তারও করা হয়। আপাতত জামিনে মুক্ত তিনি। এরপরই তাঁর নাগরিকত্ব কার্ড জমা করার নির্দেশ দেয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO)। ১৫ দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়। অথবা কেন তাঁর নাগরিকত্ব প্রত্যাহার করা হবে না, তার স্বপক্ষে যুক্তি দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু অভিনেতার যুক্তিতে সন্তুষ্ট হয়নি সংশ্লিষ্ট বিভাগ। এরপর স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে অভিনেতার নাগরিকত্ব প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে দাবি চেতন কুমারের।
[আরও পড়ুন: স্কুলের ছাত্রদের সঙ্গে লাগাতার যৌনতা, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৬ শিক্ষিকা]
জানা গিয়্ছে, কন্নড় অভিনেতা চেতন অহিমসা আদপে শিকাগোর বাসিন্দা। ২০১৮ সাল থেকে তিনি ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া (OCI) কার্ডের অধিকারী। দীর্ঘদিন এদেশে থাকছেন। তাঁর স্ত্রী ভারতীয়। এদেশের রূপালি জগতে তাঁর অবদান রয়েছে। যুক্তিস্বরূপ এই তথ্যগুলি তুলে ধরেছিলেন চেতন। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি।