সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ জানুয়ারি থেকে বুস্টার (Booster Dose) বা তৃতীয় ডোজ দেওয়া শুরু হচ্ছে দেশে। করোনা (Covid) সংক্রমণ প্রতিরোধে কো-মর্বিডিটি (Comorbidity) আছে এমন ৬০ বছর ও তার বেশি বয়সিদের বুস্টার ডোজ দেওয়া হবে, আগেই জানিয়েছিল কেন্দ্র। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হল, যাঁরা বুস্টার ডোজ পাওয়ার যোগ্য তাঁদের নথিবদ্ধ ফোন নম্বরে মন্ত্রকের রিমাইন্ডার মেসেজ যাবে। এদিকে খানিক স্বস্তির খবরও শোনাল মন্ত্রক। জানাল, দেশের ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন।
গোটা বিশ্বের মতোই ভারতেও লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। দেশে সার্বিক করোনা আক্রান্তের গ্রাফও ঊর্ধ্বমুখী। আজই পশ্চিমবঙ্গ-সহ ৮টি রাজ্যকে নতুন করে সতর্ক করেছে কেন্দ্র। পরিস্থিতি বিচার করে হাসপাতালগুলিকে প্রস্তুত রাখতে বলা হয়েছে। এই অবস্থাতেই ১০ জানুয়ারি থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হচ্ছে দেশে। প্রথমে জানানো হয়েছিল, টিকা নেওয়ার সময় কো-মর্বিডিটি সংক্রান্ত তথ্যপ্রমাণ দিতে হবে টিকা প্রাপকদের। পরে জানানো হয়, চিকিৎসকের প্রেসক্রিপশন বা অন্য প্রমাণ দাখিল না করলেও সতর্কতামূলক টিকা পাবেন ৬০ বছর বা তার বেশি বয়সিরা। আজ এই বিষয়ে আরও একধাপ এগোলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মন্ত্রকের তরফে জানানো হল, বুস্টার ডোজের যোগ্যরা তাঁদের নথিবদ্ধ ফোন নম্বরে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের রিমাইন্ডার মেসেজ পাবেন। সেই মতো তাঁরা তৃতীয় টিকা নিতে আসতে পারবেন।
[আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যের সংক্রমণ, কলকাতায় একদিনে আক্রান্ত হাজারের বেশি]
ওমিক্রন আতঙ্কের মধ্যেই বৃহস্পতিবার টিকাকরণ নিয়ে খানিক স্বস্তির খবর শোনালেন স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লব অগরওয়াল। তিনি জানান, ইতিমধ্যে দেশের প্রাপ্তবয়স্ক নাগরিকদের ৯০ শতাংশ করোনার একটি করে টিকা নিয়ে ফেলেছেন। তবে এই সঙ্গে লব জানান, গত সপ্তাহে দেশে গড়ে প্রতিদিন ৮ হাজার জন সংক্রমিত হচ্ছিলেন। ২৬ ডিসেম্বর থেকে দিন প্রতি সংক্রমণ ১০ হাজার ছাড়িয়েছে। বর্তমান দেশে করোনার নয়া স্ট্রেন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৯৬১। এর মধ্যে ৩২০ জন সুস্থ হয়ে উঠেছেন।
[আরও পড়ুন: ‘ওমিক্রন’ নিয়ে সতর্ক রাজ্য, ৩ জানুয়ারি থেকে ব্রিটেনের উড়ানে নিষেধাজ্ঞা]
প্রসঙ্গত, কেন্দ্রের তরফে আগেই জানানো হয়েছিল, দ্বিতীয় ডোজ নেওয়ার তিন মাস পর মিলবে করোনার বুস্টার বা তৃতীয় ডোজ। এই ডোজ নেওয়ার পরে স্মার্টফোনে আসবে ভ্যাকসিনেশনের সার্টিফিকেট। যা তৃতীয় ডোজের প্রমাণপত্র। প্রথম ও দ্বিতীয় ডোজের মতোই উপভোক্তা সেই সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন।