shono
Advertisement

‘গণপিটুনি আটকানোর দায়িত্ব কেন্দ্রের একার নয়’, দায় এড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী

পশ্চিমবঙ্গ, কেরলেও গণপিটুনির ঘটনা ঘটছে, সাফাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর৷ The post ‘গণপিটুনি আটকানোর দায়িত্ব কেন্দ্রের একার নয়’, দায় এড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 05:38 PM Jul 24, 2019Updated: 02:05 PM Jul 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসহিষ্ণুতা, গণপিটুনি ইস্যু নিয়ে ঠিক যেদিন প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন গোটা দেশের মোট ৪০০ জন বিদ্বজ্জন৷ তার কয়েক ঘণ্টার মধ্যে এর দায় এড়াতে ব্যস্ত হয়ে উঠল কেন্দ্র৷ রাজ্যসভায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষন রেড্ডি স্পষ্ট জানালেন, গণপিটুনির মতো কাজকর্ম আটকানোর দায় কেবল কেন্দ্রের নয়৷ উদাহরণ টেনে দেখানোর চেষ্টা করলেন, কেবল বিজেপি শাসিত রাজ্যেই নয়, গণপিটুনির মতো ঘটনা ঘটছে অ-বিজেপি রাজ্যগুলিতেও৷

Advertisement

[ আরও পড়ুন: ‘মধ্যস্থতার কোনও প্রশ্নই ওঠে না’, ট্রাম্পের দাবি খারিজ করলেন রাজনাথ ]

বুধবার বিদ্বজ্জনদের এই অভিযোগপত্র প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা দেশে৷ নড়েচড়ে বসে কেন্দ্র৷ রাজ্যসভায় বিষয়টি উত্থাপন করেন কংগ্রেসের পরিষদীয় দলনেতা গুলাম নবি আজাদ৷ দেশের আইন-শৃঙ্খলা রক্ষার্থে স্বরাষ্ট্র মন্ত্রক কী ভাবছে বা কী করছে, জানতে চান তিনি৷ তাঁরই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষন রেড্ডি স্পষ্ট জানান, ‘‘গণপিটুনির মতো ঘটনা অত্যন্ত অন্যায়৷ কেন্দ্র কোনও দিনই একাজ সমর্থন করে না৷ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে অ্যাডভাইজারিও পাঠানো হয়েছে৷ গণপিটুনি আটকানো একা কেন্দ্রের কাজ নয়৷ কেবল বিজেপি শাসিত রাজ্যেই গণপিটুনির মতো ঘটনা ঘটছে না৷ তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে, বাম শাসিত কেরলেও এই ঘটনা ঘটছে৷’’ এখানেই শেষ নয়, তথ্য উল্লেখ করে তিনি আরও বলেন, ‘‘২০১৪-তে কেন্দ্রে মোদি সরকার আসার পর দেশে সাম্প্রদায়িক দাঙ্গার সংখ্যা কমেছে। যেখানে ২০১৩-তে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার সংখ্যা ছিল ৮২৩টি, সেখানে ২০১৮-তে তা কমে হয়েছে ৭০৮টি।’’

[ আরও পড়ুন: কাশ্মীরে ‘অতি সক্রিয়’ এনআইএ, সংঘাত বাড়ছে রাজ্য পুলিশের সঙ্গে ]

তবে কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যকে নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে বিতর্ক৷ তিনি মুখে যতই অ্যাডভাইজারির কথা বলুন না কেন, তাঁর বক্তব্যকে সরাসরি দায় এড়ানো হিসাবেই দেখা হচ্ছে৷ অসহিষ্ণুতা যখন গোটা দেশের মানুষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে যখন একটা ধর্মকে অন্য ধর্মের মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে৷ তখন কীভাবে দায় এড়াতে পারে সরকার, তাই প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল৷

The post ‘গণপিটুনি আটকানোর দায়িত্ব কেন্দ্রের একার নয়’, দায় এড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement