সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ টালবাহানার পর অবশেষে সুপ্রিম কোর্টে রাফালে যুদ্ধবিমানের দাম জানাল কেন্দ্র৷ সোমবার দুপুরে মুখবন্ধ খামে যুদ্ধবিমানের দাম সংক্রান্ত রিপোর্ট জমা পড়ে আদালতে৷ গত বুধবার কেন্দ্রকে বিমানের দাম জানিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত৷ আদালতের নির্দেশ মেনে এদিন কেন্দ্রের তরফে ৩৬টি যুদ্ধবিমানের দাম প্রকাশ করা হয়৷ আদালত সূত্রে খবর, রিপোর্ট প্রকাশ করে ৩৬টি বিমানের জন্য কেন্দ্র ৫৯ হাজার কোটি টাকা খরচ করেছে বলে দাবি জানানো হয়েছে৷
[অযোধ্যা মামলার অগ্রিম শুনানিতে ‘না’, সুপ্রিম নির্দেশে মুখ পুড়ল হিন্দু মহাসভার]
যদিও,শুরু থেকেই রাফালে যুদ্ধবিমানের দাম না জানানোর বিষয়ে কোমর বাঁধে কেন্দ্র৷ জাতীয় নিরাপত্তার স্বার্থে ফরাসি কোম্পানি দাসাল্ট অ্যাভিয়েশন থেকে ৩৬টি রাফালে যুদ্ধবিমান কেনার চুক্তি প্রকাশ করা হবে না বলেও কেন্দ্রের তরফে একাধিকবার দাবি জাননো হয়৷ এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ রাফালে যুদ্ধবিমান মোদি সরকারের দুর্নীতি প্রমাণে সংসদ থেকে জনসভায় সরব হতে দেখা যায়া সনিয়া-পুত্রকে৷ রাফালে দুর্নীতির তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা৷ সোমবার, ছিল ওই মামলার শুনানি৷ কেন্দ্রের জমা দেওয়া রিপোর্ট খতিয়ে দেখার পর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হবে বলে আদালত সূত্রে খবর৷
[ছত্তিশগড়ে প্রথম দফার ভোটে মাওবাদী হামলা, আহত ২ কোবরা জওয়ান]
সুপ্রিম কোর্টে রাফালে যুদ্ধবিমানের দাম জানাবে না, এই মর্মে শীর্ষ আদালতে একটি অ্যাফিডেভিট দাখিলও করে কেন্দ্র৷ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর এজলাসে দাম না প্রকাশের জন্য একাধিক যুক্তিও তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল৷ রাফালের মূল্য সংক্রান্ত চুক্তিপত্রের পাশাপাশি অনিল আম্বানির সংস্থার সঙ্গে কিসের ভিত্তিতে চুক্তি করা হল তাও জানতেও চাওয়া হয় আদালতের তরফে৷
[অপসারিত অলোক ভার্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জমা পড়ল তদন্ত রিপোর্ট]
উল্লেখ্য, ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ২০১৬ সালে ভারত ও ফ্রান্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই ৩৬টি বিমানের জন্য ভারতকে খরচ করতে হচ্ছে প্রায় ৫৮ হাজার কোটি টাকা। ২০১৯-এর সেপ্টেম্বর থেকে ফ্রান্সের কাছ থেকে এই বিমান পেতে শুরু করবে ভারত। ২০২২-এ সবক’টি বিমান দেওয়ার কাজ শেষ হবে৷ বিরোধীদের অভিযোগ, ইউপিএ সরকারের আলোচনা অনুযায়ী এক একটি রাফালের দাম পড়ছিল ৫২৬ কোটি টাকা (৮০.৯৫মিলিয়ন মার্কিন ডলার)৷ আর এখন মোদি সরকার এক একটি রাফালে কিনছে ১,৫৭০.৮০কোটি টাকায়।
The post রাফালে মামলায় নয়া মোড়, সুপ্রিম কোর্টকে যুদ্ধবিমানের দাম জানাল কেন্দ্র appeared first on Sangbad Pratidin.