shono
Advertisement

শহরের রাস্তায় আর দেখা মিলবে না ভিখারির, উদ্যোগ কেন্দ্রের

এই উদ্যোগের প্রথম ধাপ হিসাবে দেশের ৩০টি শহরকে চিহ্নিত করেছে কেন্দ্র।
Posted: 08:46 AM Jan 30, 2024Updated: 08:46 AM Jan 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদি সরকারের বড় পদক্ষেপ। ‘ভিক্ষাবৃত্তিমুক্ত ভারত’। আর তারই প্রথম ধাপ হিসাবে দেশের ৩০টি শহরকে চিহ্নিত করল কেন্দ্র। তালিকায় রয়েছে উত্তরের অযোধ‌্যা থেকে দক্ষিণের তিরুবনন্তপুরম। পূর্বের গুয়াহাটি থেকে পশ্চিমের ত্রম্ব‌্যকেশ্বর। টার্গেট–২০২৬ সালের মধ্যে এই শহরগুলোকে ‘ভিখারিমুক্ত’করা। বিশেষ করে মহিলা এবং শিশুদের ভিক্ষাবৃত্তি থেকে নিবৃত্ত করা। 

Advertisement

জানা গিয়েছে, প্রাথমিকভাবে বাছাই করা তিরিশ শহরে সমীক্ষা চালানো হবে। কোন কোন শহরে ভিখারিদের সংখ‌্যা বেশি, তাঁদের ‘হটস্পট’কোনগুলো, কোন কোন শহরকে আগে ভিখারিমুক্ত করা দরকার–এই সমস্ত খতিয়ে দেখা হবে। তার পর সেই ফলাফলের ভিত্তিতে পদক্ষেপ করা হবে। বন্দোবস্ত করা হবে পুনর্বাসনের। উদ্যোগ কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের।

[আরও পড়ুন: রামলালা দর্শনে ৬ দিনে ১৯ লক্ষ! ভক্তির জোয়ারে ফিকে শীতের কামড়ও]

প্রান্তিক মানুষের পাশে থাকার জন‌্য ‘সাপোর্ট ফর মার্জিনালাইজড ইনডিভিজুয়ালস ফর লাইভলিহুড অ‌্যান্ড এন্টারপ্রাইজেস’ তথা ‘স্মাইল’ প্রকল্পের আওতায় এগোচ্ছে কাজ। এই উদ্যোগের নজরদারি এবং সফল বাস্তবায়নের জন‌্য একটি সর্বভারতীয় পোর্টাল এবং একটি মোবাইল অ্যাপ আনছে কেন্দ্রীয় সরকার। সেখানে যাবতীয় তথ্য থাকবে। চিহ্নিত শহরগুলোর ভিখারিদের ঠিকমতো আশ্রয় দেওয়া হচ্ছে কি না, তাঁরা শিক্ষা পাচ্ছেন কি না–সমস্ত আপডেট পাওয়া যাবে অ্যাপ ও পোর্টালে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আসতে চলেছে সেই অ‌্যাপ আর পোর্টাল। 

এখনও পর্যন্ত যা খবর, তা অনুযায়ী–ধর্মীয়, ঐতিহাসিক তথা পর্যটন গুরুত্বের নিরিখে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে তিরিশটি শহর। আগামী দুবছরে আরও শহর এই তালিকার আওতায় আসবে বলে সূত্রের খবর। ধর্মীয় গুরুত্বের কথা বিচার করে যে শহরগুলোকে চিহ্নিত করা হয়েছে, সেগুলো হল অযোধ্যা, কাংড়া, ওমকারেশ্বর, উজ্জয়িনী, সোমনাথ, পাভাগড়, ত্র‌্যম্বকেশ্বর, বোধগয়া, গুয়াহাটি ও মাদুরাই। পর্যটনের জন্য বিখ্যাত শহরের তালিকায় রয়েছে বিজয়ওয়াড়া, কেভাদিয়া, শ্রীনগর, নামসাই, কুশিনগর, সাঁচি, খাজুরাহো, জয়সলমের, তিরুবনন্তপুরম, পুদুচেরি, অমৃতসর, উদয়পুর, কটক, ইন্দোর, সিমলা ও তেজপুর। তিরিশ বাছাই শহরের মধ্যে ২৫টি থেকে অ‌্যাকশন প্ল‌্যান ইতিমধ্যেই গৃহীত। সাঁচির তরফে জানানো হয়েছে, তাদের শহরে ভিখারি নেই। তাই যেন অন‌্য শহর বেছে নেওয়া হয়। সমীক্ষা সংক্রান্ত প্রাথমিক পর্বের কাজ সমাপ্ত হয়েছে কোঝিকোড়, বিজয়ওয়াড়া, মাদুরাই এবং মাইসুরুতে।    

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement