shono
Advertisement

এবার ভুঁড়িতেই আটকে যাবে আইপিএস কর্তাদের পদোন্নতি

কেন্দ্রের 'স্লিম' টোটকা। The post এবার ভুঁড়িতেই আটকে যাবে আইপিএস কর্তাদের পদোন্নতি appeared first on Sangbad Pratidin.
Posted: 12:36 PM Jul 06, 2017Updated: 07:06 AM Jul 06, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুঁড়ির গেরোয় এবার আইপিএস কর্তারাও। কিছুদিন আগে ভুঁড়িওয়ালা কর্মীদের জন্য হাই কোর্টে মুখ পুড়েছিল কলকাতা পুলিশের। এবার বিপাকে পড়তে চলেছেন আইপিএস আধিকারিকরা। ভুঁড়ির দিকে নজর না দিলে এবার খোয়াতে হতে পারে পদোন্নতির সুযোগ। এমনই নিদান দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পদোন্নতির জন্য এবার শারীরিক ফিটনেসকে বাধ্যতামূলক করার সুপারিশ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। ডিপার্টমেন্ট অফ পারসোনাল অ্যান্ড ট্রেনিং এই নয়া সার্ভিস রুলের ড্রাফ্ট তৈরি করেছে। তার মধ্যে ফিটনেসের সুপারিশ শামিল রয়েছে। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের কাছে এই বিষয়ে পরামর্শও চাওয়া হয়েছে। ড্রাফ্টের নিয়ম অনুযায়ী, আইপিএস আধিকারিকদের হরেক পোস্টে পদোন্নতির জন্য ফিজিক্যাল ফিটনেসের পরীক্ষা নেওয়া হবে। বিভিন্ন সময়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে। সুতরাং নয়া সার্ভিস রুলে যে কেন্দ্রের সিলমোহর পড়ে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

Advertisement

[কাশ্মীরের বারামুল্লায় AK-47 নিয়ে নিখোঁজ সেনা জওয়ান]

বস্তুত, পুরনো রুলে এমনটা আবশ্যিক ছিল না। আগে সার্ভিস পিরিয়ডে নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পরই পদোন্নতি হত আইপিএস আধিকারিকদের। এছাড়াও তিনটি ফিল্ডে পারদর্শী হতে হবে আইপিএস আধিকারিকদের। যেমন, ইন্টেলিজেন্স, ইকোনমিক অফেন্স, সাইবার ক্রাইম, ভিআইপি বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, কাউন্টার ইনসার্জেন্সি এবং অ্যান্টি টেরোরিজমের মধ্যে অন্তত তিনটি ফিল্ডে পারদর্শী হতে হবে। ড্রাফ্টে এও উল্লেখ আছে যে, আইপিএস আধিকারিকদের ডিআইজি, আইজি এবং এডিজির পদে পদোন্নতির আগে অন্তত এক সপ্তাহ তিনটি ফিল্ডে পারদর্শী হতে ট্রেনিং বাধ্যতামূলক। যদিও আধা সেনায় পদোন্নতির জন্য ফিটনেস পরীক্ষা কিন্তু এখনও বাধ্যতামূলক। অফিসারদের মানসিক ভারসাম্য, শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি এবং অবশ্যই ফিটনেসকে গুরুত্ব দিয়েই পদোন্নতি দেওয়া হয়। সুতরাং এবার ঢোলের মতো ভুঁড়ি থাকলে কপাল পুড়তে পারে আইপিএস কর্তাদেরও।

[রাম মন্দির নির্মাণে অযোধ্যায় পৌঁছল ট্রাকভর্তি পাথর]

The post এবার ভুঁড়িতেই আটকে যাবে আইপিএস কর্তাদের পদোন্নতি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার