মোহনবাগান: ২ (ভিয়ান, নাসিরি)
আর্মি রেড: ২ (মন্টি, সুখপ্রীত)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ডার্বির হ্যাংওভার’। কলকাতা ময়দানের পরিচিত শব্দবন্ধ। ডার্বির ঠিক পরের ম্যাচে কলকাতার দুই প্রধানেরই বহুবার পা ফসকেছে। আবারও পা ফসকালো মোহনবাগানের (Mohun Bagan)। ডার্বির চারদিনের মাথায় কলকাতা লিগে খেলতে নেমে আর্মি রেডের কাছে আটকে গেল সবুজ-মেরুন শিবির।
পরপর ম্যাচ খেলতে হচ্ছে। ডার্বি হারের পরই ‘অজুহাত’ দিয়েছিলেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। যদিও ফেরান্দোর মূল দলের কোনও ফুটবলারই মঙ্গলবার কলকাতা লিগের (Calcutta Football League) ম্যাচে নামেননি। তাও যেন কোথাও সবুজ-মেরুন ফুটবলারদের গতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল ক্লান্তি। চলতি মরশুমে এ পর্যন্ত অধিকাংশ ম্যাচেই অপ্রতিরোধ্য লেগেছিল মোহনবাগানকে। কিন্তু আর্মি রেড তাদের লড়াই দিল সমানে সমানে।
[আরও পড়ুন: ‘নারীদের হাত ধরেই দেশের উন্নতি হবে’, স্বাধীনতা দিবসে বার্তা মোদির, পতাকা উত্তোলন মমতার]
এদিন ম্যাচের শুরুর অর্ধে অবশ্য দাপট দেখিয়েছিল মোহনবাগানই। শুরুর দিকে আক্রমণাত্মক ছিলেন সবুজ-মেরুন ফুটবলাররা। যার ফলস্বরূপ একুশ মিনিটে ভিয়ানের গোলে এগিয়ে যায় মোহনবাগান। প্রথমার্ধের শেষ পর্যন্ত সেই লিড বজায় রেখেছিল সবুজ-মেরুন শিবির। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা অনেকটা ঘুরে যায়। পালটা আক্রমণ শুরু করে আর্মি রেডও। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করে দেয় তারা। খেলা সমতায় ফিরতেই ফের আক্রমণে যায় মোহনবাগান। ৫৯ মিনিটে কিয়ান নাসিরি দুর্দান্ত গোল করে ফের মোহনবাগানকে এগিয়ে দেন।
[আরও পড়ুন: রাজস্থানে ফের অঞ্জু কাণ্ডের ছায়া, প্রেমিকের সঙ্গে কুয়েতে পাড়ি দিলেন দুই সন্তানের মা]
এরপর একাধিকবার আক্রমণ শানালেও বিশেষ সুবিধা করতে পারেননি আর্মি রেড ফুটবলাররা। নির্ধারিত সময়ে গোলমুখ খোলেনি। একটা সময় মনে হচ্ছিল খেলা হয়তো ২-১ গোলেই শেষ হবে। কিন্তু শেষমুহূর্তে একটি পেনাল্টি পেয়ে যায় আর্মি রেড। ইনজুরি টাইমে সেই পেনাল্টি থেকে গোল করেই ম্যাচে সমতা ফেরায় সেনার দল। এই নিয়ে কলকাতা লিগ মরশুমে দ্বিতীয়বার পয়েন্ট খোয়াল সবুজ-মেরুন শিবির।