shono
Advertisement

Breaking News

কল্যাণীতে ডার্বি ৭ সেপ্টেম্বর

ইতালি সফরে থাকায় বড় ম্যাচে থাকতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ The post কল্যাণীতে ডার্বি ৭ সেপ্টেম্বর appeared first on Sangbad Pratidin.
Posted: 07:38 PM Aug 26, 2016Updated: 02:36 PM Aug 26, 2016

স্টাফ রিপোর্টার: ধোঁয়াশা কেটে গিয়েছে৷ ৭ সেপ্টেম্বর কল্যাণীতেই হতে চলেছে মরশুমের প্রথম প্রদর্শনী ডার্বি৷ অন্য দুই প্রদর্শনী ম্যাচও হবে কল্যাণীতে৷ ইস্টবেঙ্গল ও মোহনবাগানের বিরু‌দ্ধে মহামেডান খেলবে যথাক্রমে ১১ ও ১৪ সেপ্টেম্বর৷

Advertisement

এবার লিগ নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আইএফএ৷ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে সমানভাবে থাকলে শেষ ম্যাচ একই দিনে করার দাবি জানায় দুই প্রধান৷ এবার তাই মোহনবাগান ও ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ হচ্ছে একই দিনে৷ ১৪ সেপ্টেম্বর মোহনবাগান-মহামেডান ম্যাচের দিনই বারাসতে শেষ ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল৷ তবে অন্য দলগুলির খেলা শেষ হতে লাগবে আরও সপ্তাহ দুয়েক৷

কল্যাণীর দর্শকসংখ্যা বেড়ে হয়েছে প্রায় ১৬ হাজার৷ মোহনবাগানের প্রস্তাব অনুযায়ী এর মধ্যে দুই ক্লাবকে দেওয়া হবে চার হাজার করে টিকিট৷ বাকি টিকিট বিক্রি করা হবে সাধারণ দর্শকের জন্য৷ এই প্রসঙ্গে আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বলেন, “সবদিক বিবেচনা করার পর কল্যাণীকেই সবথেকে উপযুক্ত বলে মনে হয়েছে৷ তিন প্রধানও সম্মতি দিয়েছে৷ এবার মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই দল শেষ ম্যাচ খেলবে একই দিনে৷” ইতালি সফরে থাকায় বড় ম্যাচে থাকতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে এই ম্যাচকে আকর্ষণীয় করতে গোলের পর শেল ফাটানো, বাংলা ব্যান্ডের গান-সহ কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে৷

এদিকে, মঙ্গলবার বারাসতে রেফারি নিগ্রহের ঘটনায় ২৯ আগস্ট শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডেকেছে আইএফএ৷ সেদিন ডাকা হবে রেফারি ও আর্মি কোচকে৷ তবে ডুরান্ড কাপে খেলতে যাওয়ায় সেদিন আর্মি কোচ কারকির বৈঠকে আসা নিয়ে রয়েছে অনিশ্চয়তা৷

The post কল্যাণীতে ডার্বি ৭ সেপ্টেম্বর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement