সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) খেলতে পাকিস্তানে যাবে না ভারত। সেই বিষয়ে স্পষ্ট বার্তা পৌঁছে গিয়েছে পাক বোর্ডের কাছে। যার পালটা জবাবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহারের কথাও ভাবছে পাকিস্তান। যদি পাকভূমে এই টুর্নামেন্ট না হয়, তাহলে কোথায় নামবেন রোহিত-বিরাটরা? দুবাই ছাড়া বিকল্প হিসেবে উঠে আসছে আরও একটি দেশের নাম।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। আইসিসির তরফ থেকে ভারতের অবস্থান পিসিবি-কে জানিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে হাইব্রিড মডেলের পথ খোলা থাকছে। পাকিস্তান যদিও প্রথম থেকেই এই মডেলের বিরোধিতা করে আসছে। বিসিসিআইয়ের সিদ্ধান্ত জানার পর পাক সরকারের সঙ্গেও আলোচনা জারি রেখেছে পিসিবি।
অতীতে হাইব্রিড মডেলে এশিয়া কাপ হয়েছে। ভারত যায়নি পাকিস্তানে খেলতে। এবার যদি শেষ পর্যন্ত সেই পরিস্থিতি দাঁড়ায়, তাহলে ভারতের ম্যাচ হতে পারে দুবাইয়ে। সূত্রের খবর, ফাইনালও হতে পারে আরব আমিরশাহীর শহরে। যদিও পাক বোর্ড হাইব্রিড মডেলে রাজি নয়। বদলে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার হুঁশিয়ারিও রয়েছে তাদের পক্ষ থেকে।
সেক্ষেত্রে গোটা টুর্নামেন্টই হতে পারে দক্ষিণ আফ্রিকায়। সূত্রের খবর, আইসিসি থেকে পিসিবি-র কাছে জানতে চেয়েছে হাইব্রিড মডেলে তারা রাজি কিনা? যদি রাজি হয়, তাহলে আয়োজনের পুরো অর্থই পাবে। পাকিস্তান থেকে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও উত্তর দেওয়া হয়নি। আইনি রাস্তাতেও হাঁটতে পারে তারা। সব মিলিয়ে জটিলতা অব্যাহত। এই পরিস্থিতিতে যদি পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন থেকে পিছু হটে, তাহলে এই টুর্নামেন্ট হতে পারে দক্ষিণ আফ্রিকায়। সেই পথও খোলা রাখছে আইসিসি। উল্লেখ্য ২০০৮ সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা ছিল। সেবারও নিরাপত্তা জনিত কারণে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় টুর্নামেন্টটি হয়। এবারও কি পরিস্থিতি সেই দিকেই এগোচ্ছে? উত্তরটা সময়ই দেবে।