shono
Advertisement

পৃথিবীর সবচেয়ে কাছে আসছে মঙ্গল, দেখা যাবে খালি চোখেও!

মঙ্গলে মঙ্গল-দর্শন! The post পৃথিবীর সবচেয়ে কাছে আসছে মঙ্গল, দেখা যাবে খালি চোখেও! appeared first on Sangbad Pratidin.
Posted: 08:29 PM Jul 30, 2018Updated: 08:59 PM Jul 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুল ব্লাড মুন বা দীর্ঘতম চন্দ্রগ্রহণের পর এবার কি মঙ্গল-দর্শনের সুযোগ আসতে চলেছে বিশ্ববাসীর কাছে? জ্যোতির্বিজ্ঞানীরা যা বলছেন, তাতে কিন্তু এই সম্ভাবনা প্রবল। আসলে নাসার তরফে জানানো হয়েছে আগামী মঙ্গলবার, অর্থাৎ ৩১ জুলাই পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসছে মঙ্গল গ্রহ। প্রায় ১৫ বছর পর ঘটতে চলেছে এই ঘটনা।

Advertisement

[OMG! ছিল গাধা হয়ে গেল জেব্রা, আজব কীর্তি চিড়িয়াখানায়]

নাসার তরফে জানানো হয়েছে আগামী মঙ্গলবার, ৩১ জুলাই পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে মঙ্গল। লালগ্রহের সঙ্গে পৃথিবীর দূরত্ব থাকবে মোটে ৩৫.৮ মিলিয়ন মাইল। মঙ্গলবার রাতে মঙ্গল আর পৃথিবী চলে আসবে একই রেখায়। এমনকী এইদিন সবচেয়ে উজ্জ্বলও থাকবে লালগ্রহ। আসলে, মঙ্গলবার রাতে মঙ্গল আর সূর্য মহাকাশে ঠিক বিপরীত দিকে থাকবে। ওই সময় সূর্যের আলো সরাসরি পড়বে মঙ্গলের উপর। যার ফলে, মঙ্গলের ঔজ্জ্বল্য ওই সময় সবচেয়ে বেশি হবে। যার ফলে পৃথিবী থেকে লালগ্রহের দর্শন পাওয়ার সম্ভাবনা প্রবল। টেলিস্কোপের মাধ্যমে নিশ্চিতভাবেই দেখা যাবে মঙ্গলগ্রহকে। দেখা যেতে পারে খালি চোখেও। মঙ্গলের ঔজ্জ্বল্য অনেক বেশি হলেও দূরত্বের কারণে পৃথিবী থেকে তেমন উজ্জ্বল দেখাবে না লালগ্রহকে। যদিও, দেখা যায় তাও দেখা যাবে শুক্রগ্রহের মতো। কিংবা টিমটিমে বাতির মতো। তার জন্যও আকাশ পরিষ্কার থাকতে হবে। কোনওভাবেই মেঘাচ্ছন্ন আকাশ থাকলে চলবে না। তাই মঙ্গল দর্শনের সূবর্ণ সুযোগ হয়তো বাংলার মানুষের নেই। কারণ আবহাওয়া দপ্তর মঙ্গলবার রাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকারই পূর্বাভাস দিচ্ছে।

[আজব কাণ্ড! ৪২ হাজার বছর পর প্রাণ পেল কীট]

পৃথিবী ও মঙ্গলের দূরত্ব সবচেয়ে কম হওয়াটা অবশ্য বিরল ঘটনা নয়। প্রতি ১৫ থেকে ১৭ বছরের মধ্যে অন্তত একবার এমন ঘটনা ঘটে। শেষবার পৃথিবী আর মঙ্গলের দূরত্ব সর্বনিম্ন হয়েছিল ২০০৩ সালের ২৭ আগস্ট। ২০২০ সালের ৬ অক্টোবর আবার এমন ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

The post পৃথিবীর সবচেয়ে কাছে আসছে মঙ্গল, দেখা যাবে খালি চোখেও! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার