shono
Advertisement

এক্সিট পোলকে গুরুত্ব নয় বিরোধীদের, রাজ্যে এসে মমতার সঙ্গে বৈঠক চন্দ্রবাবুর

ফলপ্রকাশের পর সরকার গঠনে বিরোধীদের ভূমিকা স্থির করতে চূড়ান্ত আলোচনা৷ The post এক্সিট পোলকে গুরুত্ব নয় বিরোধীদের, রাজ্যে এসে মমতার সঙ্গে বৈঠক চন্দ্রবাবুর appeared first on Sangbad Pratidin.
Posted: 07:55 PM May 20, 2019Updated: 08:32 PM May 20, 2019

সন্দীপ চক্রবর্তী: সাত দফা ভোটপর্ব শেষে এক্সিট পোল প্রকাশিত হতেই, তৎপরতা বিরোধী শিবিরে৷ রবিবার রাতের বুথফেরৎ সমীক্ষা প্রকাশিত হওয়ামাত্রই তা উড়িয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইটারে তিনি এসব গুরুত্ব না দিয়ে বিরোধীদের একজোট হওয়ার আহ্বান জানিয়েছিলেন৷ আর সোমবার তাঁরা নিজেদের মধ্যে আলোচনায় বসে গেলেন৷

Advertisement

[আরও পড়ুন:দুর্নীতি রুখতে কড়া দাওয়াই, কলেজে অনলাইনে ভরতির নির্দেশ শিক্ষামন্ত্রীর]

সোমবার বিকেলে শহরে আসেন টিডিপি নেতা তথা অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু৷ ফলপ্রকাশের পর নতুন সরকার গঠনে বিরোধীদের ভূমিকা কী হবে, তার অন্তিম রূপরেখা ঠিক করতে তিনি বিজেপি বিরোধী সমস্ত দলের সুপ্রিমোদের সঙ্গে দিল্লিতে একদফা বৈঠক সেরেছেন৷ এবার এলেন শহরে, বিরোধী ঐক্যের ভিত্তিপ্রস্তর যিনি স্থাপন করেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার সঙ্গে৷ দমদম বিমানবন্দরে নেমে বিকেল ৫টা ৩৫ নাগাদ চন্দ্রবাবু পৌঁছে যান কালীঘাটে, মুখ্যমন্ত্রীর বাড়িতে৷ সেখানে প্রায় মিনিট চল্লিশ দু’জনের কথা হয়৷ সূত্রের খবর, ফলপ্রকাশের পর সরকার গঠনের ক্ষেত্রে বিরোধীদের স্ট্র্যাটেজি, কার কী ভূমিকা থাকবে, সেটাই ছিল মূল আলোচ্য বিষয়৷ এরপর সন্ধে ৬টা ১৫ নাগাদ তিনি বেরিয়ে যান৷ মমতার মতো চন্দ্রবাবু নায়ডুও বুথফেরৎ সমীক্ষায় বিশ্বাস করতে নারাজ৷ তিনিও প্রকাশ্যে এক্সিট পোলের সমালোচনা করেছেন৷

চন্দ্রবাবুর নায়ডুর মতো বৈঠক করতে না পারলেও, এদিন সকালে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব৷ সূত্রের খবর, বুথফেরৎ সমীক্ষা নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন৷ অখিলেশও সমীক্ষার তথ্য মানতে নারাজ৷ বুথফেরৎ সমীক্ষায় ৮০টি আসনের উত্তরপ্রদেশে সিংহভাগ আসন বিজেপির দখলে যাচ্ছে বলে ইঙ্গিত মিলেছে৷ তা খারিজ করে অখিলেশ মমতাকে জানান, সমীক্ষা একেবারেই ভুল৷ উত্তরপ্রদেশে এসপি-বিএসপি জোট অন্তত ৫০ টি আসন পাচ্ছেই৷

[আরও পড়ুন: ঘরে বসে এভাবেই জেনে নিন মাধ্যমিকের ফল, রইল খুঁটিনাটি]

রবিবার শেষ দফার ভোটের পরই প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, ৩০০র বেশি আসন নিয়ে কেন্দ্রে ফের ক্ষমতায় ফিরছে এনডিএ৷ তারপর থেকেই বিরোধী মহলে তোড়জোড়৷ প্রাথমিকভাবে সমমনোভাবাপন্ন অবিজেপি দলগুলিকে জোটবদ্ধ করে বিজোপির বিরোধী লড়াইয়ে শামিল হওয়ার কথা বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও শেষপর্যন্ত সেই জোট খুব একটা দানা বাঁধেনি৷ তবে ২০১৮ সালে উত্তরপ্রদেশের এসপি-বিএসপি জোট বেঁধে লড়াইয়ে সাফল্যের ফলে উনিশের লোকসভাতেও তাঁরা একসঙ্গে লড়ছে৷ তা কতটা সফল হয়, বোঝা যাবে ২৩ তারিখ৷ তবে তার আগে নিজেদের পুরোপুরি প্রস্তুত রাখতে এতটুকুও ত্রুটি রাখছেন না বিরোধীরা৷

ছবি: পিন্টু প্রধান

The post এক্সিট পোলকে গুরুত্ব নয় বিরোধীদের, রাজ্যে এসে মমতার সঙ্গে বৈঠক চন্দ্রবাবুর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement