shono
Advertisement

Breaking News

আগামী জুনেই ফের চন্দ্রাভিযান ভারতের! প্রস্তুত চন্দ্রযান-৩, জানিয়ে দিল ইসরো

আগের থেকে অনেক বেশি সুরক্ষিত চন্দ্রযান-৩, দাবি ইসরো প্রধানের।
Posted: 11:53 AM Oct 23, 2022Updated: 11:53 AM Oct 23, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার ধাক্কা সামলে অবশেষে প্রস্তুত ইসরো। আগামী বছর জুন মাসেই চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান-৩। অর্থাৎ হাতে আর মাত্র আট মাস মতো সময়। রবিবার সবচেয়ে ভারী রকেটের সফল উৎক্ষেপণের পর চন্দ্রাভিযান নিয়ে সুখবর দিলেন খোদ ইসরোর প্রধান ডঃ এস সোমনাথ (Dr S Somnath)।
চন্দ্রযান-২’র (Chadrayaan-2) অভিযান সফল না হলেও আশাহত হয়নি ইসরো। পরক্ষণেই ফের চন্দ্রাভিযানের প্রস্তুতি শুরু করে দেয় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। কথা ছিল ২০২০ সালেই চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান-৩। কিন্তু কোভিডের ধাক্কায় ব্যাহত হয় প্রস্তুতি। পিছিয়ে যেতে হয় ইসরোকে (ISRO)। নতুন করে লক্ষ্যমাত্রা স্থির করতে হয়। প্রথমে মনে করা হচ্ছিল অন্তত ২০২১ সালের আগস্ট মাসের মধ্যে চন্দ্রযান-৩’র অভিযান শুরু হবে। কিন্তু সেই লক্ষ্যমাত্রাও পূরণ করা যায়নি। অবশেষে ইসরো প্রধান জানিয়ে দিয়েছেন ২০২৩ সালের জুন মাসেই মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবে চন্দ্রযান-৩।

Advertisement

[আরও পড়ুন: মহাকাশ গবেষণায় নয়া রেকর্ড, ৩৬ স্যাটেলাইট নিয়ে ISRO’র সবচেয়ে ভারী রকেটের সফল উৎক্ষেপণ]

ইসরোর প্রধান ডঃ এস সোমনাথ জানিয়েছেন,”চন্দ্রযান-৩ (Chadrayaan-3) প্রায় প্রস্তুত। চূড়ান্ত পরীক্ষানিরীক্ষাও প্রায় শেষ। কিছু ছোট পরীক্ষানিরীক্ষা এখনও বাকি। সেজন্যই আমরা একটু সময় নিয়ে এটা করতে চাইছি। আমাদের সামনে দু’টো স্লট ফাঁকা আছে। আগামী বছর ফেব্রুয়ারি এবং জুন মাস। আমরা জুন মাস ধরেই এগোতে চাইছি।” ইসরো প্রধান জানিয়েছেন, চন্দ্রযান-২’র অরবিটার ধরেই ঘুরবে চন্দ্রযান-৩। তবে, এটি আগের চন্দ্রযানটির থেকে অনেক বেশি পরীক্ষিত। এবং আগেরটার মতো সমস্যা হবে না।

[আরও পড়ুন: যান্ত্রিক ত্রুটির কথা আগেই জানান পাইলট! অরুণাচলে সেনা হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত বেড়ে ৫]

ইসরো (ISRO) জানাচ্ছে, নতুন চন্দ্রযানে ল্যান্ডার, রোভার থাকবে। তবে অরবিটার থাকবে না। আগামী বছর চাঁদের মেরুতে অবতরণের উদ্দেশে তাকে পাঠানো হবে। যেমনটা হয়েছিল চন্দ্রযান-২’র ক্ষেত্রে। তবে সেই চেষ্টা তেমন সফল হয়নি। ২০১৯ সালের ২২ জুলাই চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় গতির সমস্যা ল্যান্ডার বিক্রম ভেঙে পড়ে। যদিও অরবিটারটি অক্ষত থাকায় তা এখনও সক্রিয়ভাবে কাজ করে চলেছে। সেই ব্যর্থতার রেশ মুছে ফের নতুন বছরে নতুন মিশনের লক্ষ্যে এগিয়েছিল ইসরো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement