shono
Advertisement

২৪ ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাদেশে ফের চালু জি নেটওয়ার্কের চ্যানেল

কেন বন্ধ হয়েছিল সম্প্রচার? The post ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাদেশে ফের চালু জি নেটওয়ার্কের চ্যানেল appeared first on Sangbad Pratidin.
Posted: 08:36 PM Apr 03, 2019Updated: 08:36 PM Apr 03, 2019

সুকুমার সরকার, ঢাকা: প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে বাংলাদশে ফের সম্প্রচারিত হচ্ছে জি নেটওয়ার্কের চ্যানেলগুলো।

Advertisement

ভিন দেশের টিভি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন কেন সম্প্রচারিত হচ্ছে? তা জানতে চেয়ে তথ্য মন্ত্রণালয়ের তরফ থেকে নোটিস দেওয়া হয়েছিল। তারপরই ডিস্ট্রিবিউটর সংস্থা জাদু ভিশন লিমিটেডের পক্ষ থেকে বাংলাদেশে ওই চ্যানেলগুলির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। ওই সংস্থার গ্রাহক পরিষেবা বিভাগের কর্মকর্তা ফয়সল মিডিয়াকে জানান, বুধবার বেলা ১২টার দিকে বন্ধ থাকা জি নেটওয়ার্কের চ্যানেলগুলির ফের সম্প্রচার শুরু হয়েছে। ‘কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬’-এর ১৯(১৩) ধারা লঙ্ঘন করে বাংলাদেশে ডাউন লিংক করা ভারতের টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন সম্প্রচার করা হচ্ছিল। যে কারণে জাদু ভিশন লিমিটেডের পাশাপাশি নেশন ওয়াইড মিডিয়া লিমিটেডকে সোমবার শোকজ নোটিস পাঠায় তথ্য মন্ত্রণালয়। সাতদিনের মধ্যে ওই দুটি সংস্থাকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

[আরও পড়ুন: ভারতের হয়ে চরবৃত্তি, ২ বছরের কারাদণ্ড বাংলাদেশি যুবকের]

কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের ১৯(১৩) ধারায় বলা হয়েছে, কেবল টিভি নেটওয়ার্কের মাধ্যমে বিদেশি কোনও চ্যানেলে বিজ্ঞাপন সম্প্রচার করা যাবে না। অবশ্য তথ্যমন্ত্রী হাসান মেহমুদ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “বাংলাদেশে সম্প্রচারিত বিদেশি কোনও চ্যানেলে কোনও ধরনের দেশীয় বিজ্ঞাপন দেখানো যায় না। শুধু দেশীয় বিজ্ঞাপন নয়, কোনও ধরনের বিজ্ঞাপন দেখানোই বাংলাদেশের আইন বিরুদ্ধ। একই ধরনের আইন ভারত, যুক্তরাজ্য, ইউরোপেও রয়েছে। বাংলাদেশে এই আইনটি প্রয়োগ করা হয়নি। ফলে বাংলাদেশে টিভি চ্যানেলগুলি যে বিজ্ঞাপন পেয়েছে, তার বড় অংশ চলে গিয়েছে ভারতে। বাংলাদেশের শিল্পকে সুরক্ষিত করতেই এই আইন প্রয়োগ করা হচ্ছে মন্তব্য করেন মন্ত্রী। তিনি আরও বলেন, “আইন প্রয়োগের উদ্যোগ নিয়ে তা চালু করার আগে দু’মাস ধরে প্রচারও করেছি। তিন দফা নোটিস দিয়েছি। ১ এপ্রিলও যখন দেখলাম বিদেশি চ্যানেলে বাংলাদেশের বিজ্ঞাপন সম্প্রচারিত হচ্ছে, তখন আমরা আইন মেনে শোকজ নোটিস দিয়েছি। এ বিষয়ে আলোচনার জন্য বুধবার বিকালে ডিস্ট্রিবিউটর সংস্থা দু’টির সঙ্গে বৈঠক করে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এরপর পরবর্তী রূপরেখা নির্ধারিত হবে।

[আরও পড়ুন: ‘বিরক্ত করবেন না’, সাংবাদিকদের দেখে মেজাজ হারালেন কারাবন্দি খালেদা জিয়া]

The post ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাদেশে ফের চালু জি নেটওয়ার্কের চ্যানেল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement