সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ আকার নিয়েছে দিল্লির জল সংকট। এই পরিস্থিতিতে যমুনার জল বণ্টন নিয়ে হরিয়ানা সরকারকে কাঠগড়ায় তুলে শুক্রবারই আমরণ অনশন শুরু করেছেন দিল্লির মন্ত্রী অতিশী। কিন্তু শনিবারই অনশন মঞ্চে দেখা গেল বিশৃঙ্খলা। একদল বিক্ষোভকারী কেজরিওয়ালের বিরুদ্ধে স্লোগানও দিলেন। পরে আপ (AAP) কর্মীরা তাঁদের সেখান থেকে বের করে দেন।
আপের তরফে এক্স হ্যান্ডলে ক্ষোভ উগরে দিয়ে জানানো হয়েছে, 'দিল্লির অধিকারের জন্য লড়াই। সেই অনশন ব্যাহত করে তার উপর হামলার চেষ্টা করা হয়েছে। অতিশী হুমকিতে ভয় পান না। অনশন তখনই বন্ধ হবে যখন দিল্লির মানুষ হরিয়ানা থেকে তাদের ন্যায্য জল পাবে।' সেই সঙ্গে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে অতিশী এই বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।
এদিকে বিজেপি (BJP) অতিশীর (Atishi) এই অনশনকে 'লজ্জা' বলে খোঁচা দিয়েছে। গেরুয়া শিবিরের দাবি, এই অনশন আসলে রাজনৈতিক নাটক। নিজের ব্যর্থতাকে ঢাকতেই দিল্লির জলমন্ত্রী এমন করছেন। বিজেপি সাংসদ বাশুরি স্বরাজের কথায়, ''অতিশী একজন ব্যর্থ জলমন্ত্রী। ফেব্রুয়ারিতেই পরিষ্কার হয়ে যায়, দিল্লিতে দীর্ঘকালীন গ্রীষ্ণ পড়তে চলেছে। কিন্তু উনি সেটার মোকাবিলার কোনও প্রস্তুতিই নেননি।'' এখানেই শেষ নয় বিজেপির দিল্লি ইউনিট একটি ভিডিও শেয়ার করে অভিযোগ করেছে, অতিশী মোটেই অনশন করছেন না। তিনি অন্যত্র সরে গিয়ে খেয়ে আসছেন। এসি রুমে বিশ্রাম নিচ্ছেন খাওয়ার সময়। রাতেও থাকছেন সেখানেই।
[আরও পড়ুন: তিস্তা চুক্তি নিয়ে সদর্থক বার্তা মোদির, ভারতকে ‘বিশ্বস্ত বন্ধু’ বললেন হাসিনা]
এই অভিযোগের পালটা দিয়েছেন আপ নেতা সঞ্জয় সিং। তাঁর কথায়, ''বিজেপির প্রতারকদের জানা উচিত যে যাঁরাই আনসানে বসেন, তাঁদের মেডিক্যাল চেক আপ ডাক্তাররা করেন। মেডিকেল রিপোর্ট তৈরি করা হয়। আপনার কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠান, নায়াব সিং সাইনিকে পাঠান। যদি আপনি ভুল প্রমাণিত হন তবে দিল্লিকে তার ভাগের জল পাইয়ে দিন।''
উল্লেখ্য, এক মাসেরও বেশি সময় ধরে জলের আকাল শুরু হয়েছে রাজধানীতে। দীর্ঘক্ষণ জলের লাইনে দাঁড়িয়েও জল পাচ্ছেন না সাধারণ মানুষ। জায়গায় জায়গায় জলের ট্যাঙ্ক পাঠিয়ে জলের যোগান দেওয়ার চেষ্টা চলছে ঠিকই তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম।