গোবিন্দ রায়, বসিরহাট: তৃণমূল বিধায়কের গাড়ির বনেটের উপর উঠে অশালীন আচরণ বিজেপি কাউন্সিলরের মেয়ের। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তর ২৪ পরগনার বসিরহাটের(Basirhat) টাকিতে। ইতিমধ্যেই দুই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, রবিবার রাতে টাকির ইছামতিতে ভাসানে গিয়েছিলেন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। বিসর্জন শেষে নিরাপত্তা কর্মীদের নিয়ে ফিরছিলেন তিনি। ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর উমা মণ্ডল, তাঁর মেয়ে-সহ পরিবারের সদস্যরা তখন নিজেদের বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। কর্মী-সমর্থকরাও ছিলেন। বিধায়কের গাড়ি সেখানে পৌঁছতেই সমস্যার সূত্রপাত। পাশ কাটাতে গিয়ে বিধায়কের গাড়ি আটকে যায়। তখনই বিধায়কের গাড়ির চালকের সঙ্গে বিজেপির কর্মী-সমর্থকদের কথা কাটাকাটি শুরু হয়। বিধায়কের নিরাপত্তারক্ষীদের গায়েও হাত দেওয়া হয় বলে অভিযোগ। এর পরই নাকি বিজেপি কাউন্সলরের মেয়ে সটান বিধায়কের গাড়ির বনেটে চড়ে বসেন। প্রবল শোরগোল ছড়িয়ে পড়ে এলাকায়। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অশান্তির ভিডিও।
সোমবার রাতেই হাসনাবাদ থানায় বিজেপি কাউন্সিলর উমা মণ্ডল-সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিধায়ক। গ্রেপ্তার করা হয়েছে দুই বিজেপি কর্মীকে। এবিষয়ে বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলার সংস্কৃতি ওরা জানে না। বিজেপিকে কেন বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, আজ ফের তা প্রমাণিত।" কাউন্সিলরের স্বামী তথা বিজেপি নেতা অরবিন্দ মণ্ডল বলেন, "হাসনাবাদে বিজয়া সেরে যখন আমরা ফিরছিলাম। সেই সময় বিধায়কের গাড়ির চালকের সঙ্গে কথা-কাটাকাটি হয়। প্রথম দিকে ভিডিও হয়নি, শেষের দিকে ভিডিও ভাইরাল হয়েছে। মিটে গিয়েছে। বড় কোনও অশান্তি হয়নি।"