সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুয়ো ওয়াবসাইট খুলে ২০১৪ সালের প্রাথমিক টেটের ফলপ্রকাশের অভিযোগ। এমন প্রতারণার দায়ে ৩ জনকে গ্রেপ্তার করল বিধাননগর কমিশনারেটের সাইবার সেলের গোয়েন্দারা। বৃহস্পতিবার সন্ধেয় ওই তিনজনকে ধর্মতলা থেকে গ্রেপ্তার করা হয়।
Advertisement
(চন্দ্রকেতুগড়ের সংগ্রহশালায় মগনলাল মেঘরাজের হানা!)
এর আগে বিধাননগর কমিশনারেটের কাছে প্রতারণার অভিযোগ দায়ের করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে টেটের অ্যাডমিট কার্ড, মার্কশিট, ভুয়ো ইন্টারভিউ লেটার, ভুয়ো নিয়োগপত্র-সহ বিভিন্ন নথি। বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ১.৬২ লক্ষ টাকা এবং ৭টি মোবাইল ফোন।
(কলকাতা থেকে উদ্ধার প্রায় ৫৭ লক্ষ টাকার জাল নোট, গ্রেপ্তার ৫)
The post ভুয়ো ওয়েবসাইটে প্রাথমিক টেটের ফলপ্রকাশ, গ্রেপ্তার ৩ appeared first on Sangbad Pratidin.