shono
Advertisement

বিকিনিতে সৈকতে উষ্ণতা ছড়ালেন আরও এক তারকা-কন্যা

চেনেন এই কন্যাকে? The post বিকিনিতে সৈকতে উষ্ণতা ছড়ালেন আরও এক তারকা-কন্যা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:21 PM Aug 19, 2017Updated: 05:52 PM Oct 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয়তায় হলিউডকেও দিব্যি টেক্কা দেয় বলিউড। আজও জলসা, মন্নত, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ভিড় জমান অগণিত মানুষ। কেবল একটি আশাই থাকে বুকের মাঝে। একটিবার যদি দেখা পাওয়া যায় পছন্দের তারকাদের। তবে আজকাল বলিউড তারকাদের এই জনপ্রিয়তাকে দিব্যি টক্কর দিচ্ছেন তাঁদের উত্তরসূরিরা। সোশ্যাল মিডিয়ার দৌলতেই বাড়ছে তারকা-সন্তানদের কদর। আব্রাম, সুহানা থেকে তৈমুর, সারা, জাহ্নবি, ইব্রাহিম – কারও নামই এখন সিনেপ্রেমীদের কাছে অজানা নয়। আর এই তালিকায় নয়া সংযোজন আলান্না পাণ্ডে। সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে এই তারকা-কন্যার ছবি।

Advertisement

A post shared by Alanna Panday (@alannapanday) on

[‘টাইটানিক’ স্মৃতি উসকে ভাইরাল লিও-কেটের অন্তরঙ্গ মুহূর্ত]

কিন্তু কে এই তারকা-কন্যা? ২২ বছরের এই যুবতী চাঙ্কি পাণ্ডের ব্যবসায়ী ভাই চিক্কি পাণ্ডের কন্যা। লন্ডনে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন আলান্না। আর সেই সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এস ফ্যাশন ডিজাইনার মনীষা জয়সিংয়ের পুত্র ইয়ুডি জয়সিংয়ের সঙ্গে। সম্প্রতি সৈকতে ছুটি কাটাতে গিয়েছিলেন দু’জনে। তারই ছবি উঠে এসেছে আলান্নার ইনস্টাগ্রাম প্রোফাইলে।

A post shared by Alanna Panday (@alannapanday) on

A post shared by Alanna Panday (@alannapanday) on

[স্নানের ছবি পোস্ট করেই বাজিমাত, সঞ্চালিকার সৌন্দর্যে মোহিত রোনাল্ডো]

তারকা-কন্যার এই ছবিতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। ইতিমধ্যেই লক্ষাধিক ফলোয়ার হয়ে গিয়েছে বলিউডের এই নয়া ফ্যাশনিস্তার।

A post shared by Alanna Panday (@alannapanday) on

A post shared by Alanna Panday (@alannapanday) on

[সম্পূর্ণ নগ্ন হয়ে কী বার্তা দিলেন এই অভিনেত্রী?]

The post বিকিনিতে সৈকতে উষ্ণতা ছড়ালেন আরও এক তারকা-কন্যা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement