shono
Advertisement

সরকার চকবাজার ট্র্যাজেডির দায় এড়াতে পারে না, মন্তব্য হাসিনার মন্ত্রীর

পুরনো ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরিয়ে ফেলার নির্দেশ।
Posted: 07:53 PM Feb 22, 2019Updated: 07:53 PM Feb 22, 2019

সুকুমার সরকার, ঢাকা: পুরনো ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য কাজ করছে সরকার। চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে একটি এবং শুক্রবার নিহত একজনের স্বজন আরেকটি মামলা করেন চকবাজার থানায়। থানার উপপরিদর্শক দিলওয়ার হোসেনের করা অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা রুজু করা হয়েছে। তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন।

Advertisement

[মৃত্যুতেও একসঙ্গে, দগ্ধ দোকান থেকে উদ্ধার চার বন্ধুর মাথার খুলি]

ওবায়দুল কাদের শুক্রবার রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজার অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে গিয়ে এই কথা বলেন। কাদের বলেন, ‘চকবাজার ট্র্যাজেডির দায় সরকার এড়িয়ে যেতে পারে না। নিমতলীর ঘটনার পর কেমিক্যাল গোডাউন সরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০১০ সালে নিমতলীর অগ্নিকাণ্ডে ১২৪ জন প্রাণ হারিয়েছিলেন।’ সেতুমন্ত্রী বলেন, এই ঘটনায় ক্লোজ মনিটরিংয়ের অভাব ছিল। তাই আবার এখানে গোডাউন করা হয়েছে। ইতিমধ্যে সমস্ত গুদাম সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কাদের বলেন, গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিপজ্জনক ঘটনা ঘটাচ্ছে। সিলিন্ডার ব্যবহার না করাই ভাল। তিনি বলেন, গাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার না করার বিকল্প ভাবা হচ্ছে। আরও বলেন, বিএনপির এ ধরনের মর্মান্তিক ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement