shono
Advertisement

ঘরের মাঠেই নিভল মশাল, চলতি আই লিগে প্রথম হার ইস্টবেঙ্গলের

একগুচ্ছ ভুলেই হারতে হল আলেজান্দ্রোর ছেলেদের। The post ঘরের মাঠেই নিভল মশাল, চলতি আই লিগে প্রথম হার ইস্টবেঙ্গলের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:09 PM Nov 13, 2018Updated: 07:09 PM Nov 13, 2018

ইস্টবেঙ্গল: ১ (এনরিকে)

Advertisement

চেন্নাই সিটি এফসি: ২ (ফিলিপে, জেসুস)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুত্বপূর্ণ ম্যাচে একের পর এক ভুল। আর সেই ভুলেই ঘরের মাঠে নিভল মশাল। অ্যাওয়ে ম্যাচে টানা দু’ম্যাচ জয়ের পর মঙ্গল সন্ধেয় যুবভারতীতে মুখ থুবড়ে পড়ল আলেজান্দ্রোর অশ্বমেধের ঘোড়া।

[রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে মোহনবাগানকে তাতাতে কাশ্মীরে টুটু বোস]

পাহাড় থেকে দু’ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ফেরার পর থেকে বেশ চনমনেই দেখাচ্ছিল ইস্টবেঙ্গলকে। কিন্তু ঘরের মাঠে নেমেই যে এই হাল হবে, তা স্বপ্নেও ভাবেননি লাল-হলুদ সমর্থকরা। তিন পয়েন্টের লক্ষ্যে শুরুটা কিন্তু মন্দ করেননি লাল-হলুদ ফুটবলাররা। শুরুতে গোলের সহজ সুযোগ কাজে লাগাতে পারলে প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত দল। কিন্তু চেন্নাইয়ের ডিফেন্স ভাঙতে পারলেন না জবি জাস্টিন, রালতেরা। উলটে বিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে যেভাবে হলুদ কার্ড দেখলেন সুরাবউদ্দিন মল্লিক, রালতে ও রক্ষিত তাতে চিন্তার ভাঁজ পড়ল স্প্যানিশ কোচের কপালে। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে দুর্দান্ত ফ্রি-কিকে গোল করে চেন্নাইকে এগিয়ে দিলেন স্যান্দ্রো রডরিগেজ ফিলিপে। প্রথমার্ধে তখন আর ঘুরে দাঁড়ানোর কোনও উপায় ছিল। তবে গোল শোধ করতে বেশি সময় নেননি লাল-হলুদের বিদেশি তারকা এনরিকে। বিশ্বকাপার জনি অ্যাকোস্টার বাড়ানো বল থেকে গোল করে দলকে সমতায় ফেরান আলেজান্দ্রোর বিস্বস্ত সৈনিক।

[ফের দেশের বাইরে যাচ্ছে আইপিএল, কার্যত চূড়ান্ত বিকল্প ভেন্যু]

গোল হজম করার পরই যেন জয়ের তাগিদ বাড়িয়ে দেয় চেন্নাই। মুহুর্মুহু আক্রমণে জেরবার হয়ে পড়ে লাল-হলুদ রক্ষণ। কিন্তু ইস্টবেঙ্গলের ভুলের যে তখনও শেষ হয়নি কে জানত। বক্সের ভিতর ফাউল করে বিপক্ষকে পেনাল্টি উপহার দিলেন রক্ষিত দাগর। ব্যস, তাতেই নিশ্চিত হয়ে যায় ইস্টবেঙ্গলের হার। ফিনিশিংয়ের অভাব, একগুচ্ছ ফাউল আর তিন পয়েন্ট খোয়ানো- এদিন এই সবকটি বিষয়ই চিন্তা বাড়িয়ে দিল লাল-হলুদ শিবিরের। হারের ফলে তিন ম্যাচ ছয় পয়েন্ট থাকল তাদের। আর চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষস্থান আরও পোক্ত করে ফেলল চেন্নাই।

The post ঘরের মাঠেই নিভল মশাল, চলতি আই লিগে প্রথম হার ইস্টবেঙ্গলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার