সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারা চারবারের আইপিএল চ্যাম্পিয়ন। গতবারও দলকে ট্রফি জিতিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তাই এবারও চেন্নাই সুপার কিংসের থেকে প্রত্যাশার অন্ত নেই সমর্থকদের। ক্যাপ্টেন কুল কি পারবেন, দশ দলের টুর্নামেন্টে সেরার শিরোপা ছিনিয়ে নিতে? আইপিএল ১৫ (IPL 2022) মরশুমের বাদ্যি বাজতেই জোরকদমে শুরু হয়েছে চর্চা। তাহলে চলুন টুর্নামেন্ট শুরুর আগে জেনে নেওয়া যাক কেমন হতে পারে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ। দলের শক্তি কিংবা দুর্বলতাই বা কী? আতসকাচের নিচে রাখা যাক দলকে।
প্রথমেই নজর রাখা যাক এবারের আইপিএলের গোটা দলের দিকে:
এমএস ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কোয়াড়, মঈন আলি, রবিন উথাপ্পা, ডোয়েন ব্রাভো, অম্বতি রায়ডু, দীপক চাহার, শিবম দুবে, ক্রিস জর্ডন, মহীশ থিকশানা, রাজবর্ধন হাঙ্গারগেকর, দেভঁ কনওয়ে, ডি প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, শুভ্রাংশু সেনাপতি, মুকেশ চৌধুরী, প্রশান্ত সোলাঙ্কি, কে ভগত বর্মা, সি হরি নিশান্ত, এন জগদীশন, কেএম আসিফ, তুষার দেশপাণ্ডে, সিমরজিৎ সিং।
[আরও পড়ুন: হোলিতে হিন্দুত্ববাদীদের রোষানলে রোহিত শর্মা, টুইটারে ট্রেন্ডিং ‘ঋতিকা আপনা কুত্তা সামাল’]
দলের শক্তি:
এবার ‘ড্যাডিস আর্মি’র সবচেয়ে বড় শক্তি এর ব্যাটিং লাইন আপ। গত মরশুমের অরেঞ্জ ক্যাপের মালিক ঋতুরাজ করবেন ওপেন। রয়েছেন মঈন আলি, উথাপ্পা, রায়ডু, ধোনির (MS Dhoni) মতো পোড়খাওয়া ব্যাটাররা। তাছাড়া অলরাউন্ডার জাদেজা রয়েছেন দুর্দান্ত ফর্মে। এই দলের আরও একটি বড় শক্তি যে দলের নেতা, তা বলার অপেক্ষা রাখে না। কঠিন পরিস্থিতিতে কীভাবে দলকে সামলাতে হয়, তা ধোনির থেকে ভাল আর কে-ই বা বোঝেন।
দলের দুর্বলতা:
শার্দূল ঠাকুরের মতো তারকা না থাকায় গতবারের তুলনায় এবার চেন্নাইয়ের (CSK) বোলিং লাইন আপ তুলনামূলক দুর্বল। চোটের কবলে দীপক চাহারও। ফলে অনেকটা সময় তাঁকে পাওয়া যাবে না। ১৪ কোটি টাকা দিয়ে দলে নেওয়া বোলারের বিকল্প খুঁজে পাওয়া নিঃসন্দেহে কঠিন। সেটাই চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। বিদেশিদের মধ্যে তেমন নজরকাড়া পেসার নেই।
নজর কাড়তে পারেন যাঁরা:
এই দলের তিন তারকা টুর্নামেন্ট সেরা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ সম্প্রতি দুরন্ত ছন্দে ধরা দিয়েছেন তাঁরা। প্রথম জন জাদেজা, দ্বিতীয় জন ঋতুরাজ গায়কোয়াড় এবং তৃতীয় তারকা মঈন আলি। তবে ভারতীয় তরুণ শিবম দুবের দিকেও নজর থাকবে নির্বাচকদের। হাজার হোক এই পারফরম্যান্সের উপর টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়ার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে।
[আরও পড়ুন: তিন দশক ধরে শুধুই রাজনীতির শিকার কাশ্মীরি পণ্ডিতরা! কেন ফেরা হল না ঘরে?]
সম্ভাব্য একাদশ:
ঋতুরাজ গায়কোয়াড়, দেভঁ কনওয়ে, মঈন আলি, রবিন উথাপ্পা, অম্বতি রায়ডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্রাভো, দীপক চাহার, ক্রিস জর্ডন, রাজবর্ধন হাঙ্গারগেকর।