সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিবাজি মহারাজের মূর্তি নির্মাণে বরাদ্দ অর্থের পরিমাণ কমাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের সরকার৷ গত পয়লা নভেম্বরই এই মেগা প্রজেক্টের জন্য আনুমানিক ৩৭০০ কোটি টাকা বরাদ্দ করেছিল মহারাষ্ট্র সরকার৷ সূত্রের খবর, কোষাগারে টান পড়ায় এবার এই প্রকল্পে বরাদ্দ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং গত সপ্তাহে বরাদ্দ অর্থে কাটছাঁট করা হয়েছে৷ প্রায় ৫৬.৭০ কোটি টাকা কমিয়ে, এই প্রকল্পে বরাদ্দ অর্থের পরিমাণ করা হয়েছে আনুমানিক ৩৬৪৩.৭৮ কোটি টাকা৷ আগামী বছর থেকেই শুরু হয়ে যাবে মূর্তি নির্মাণের কাজ এবং শেষ করা হবে ২০২৩-র মধ্যে৷
[শেষকৃত্যের চারদিন পর বাড়ি ফিরলেন ‘মৃতা’, হতবাক পরিবার!]
সূত্রের খবর, এই নয়া বরাদ্দ অর্থ নির্মাণকারী সংস্থা ‘লার্সেন অ্যান্ড টিউবরো’র হাতে তুলে দেওয়ার অনুমতিও দিয়েছে মহারাষ্ট্র সরকার৷ বরাদ্দ অর্থের মধ্যেই ধার্য রয়েছে সমীক্ষা খরচ থেকে শুরু করে নির্মাণ খরচ ও মূর্তির নিরাপত্তাজনিত খরচ৷ জানা গিয়েছে, শিবাজি মূর্তি নির্মাণে ফড়নবিস সরকারের খরচ পড়ছে আনুমানিক ২৪৮১ কোটি টাকা৷ এর সঙ্গে যুক্ত হচ্ছে ৩০৯.৭২ কোটি টাকার জিএসটি৷ আরব সাগরের উপর নির্মিত হচ্ছে এই মূর্তি৷ যার নিরাপত্তার ব্যবস্থা করতেই মহারাষ্ট্র সরকারের খরচ পড়বে ২৩৬ কোটি টাকা এবং জল ও বিদ্যুৎ পরিষেবার জন্য খরচ হবে আরও ৪৫ কোটি টাকা৷
[স্ত্রীকে খুন করেও সাত মাস ‘জীবিত’ রাখলেন চিকিৎসক! ]
কয়েকদিন আগেই শিবাজি মূর্তির উচ্চতা বাড়িয়েছিল ফড়ণবিস সরকার। পূর্ববর্তী ঘোষণায় মহারাষ্ট্র সরকার জানিয়েছিল এই মূর্তির উচ্চতা হবে ২১০ মিটার৷ কিন্তু পরে আরও ২ মিটার বাড়িয়ে, ২১২ মিটার করা হয় শিবাজি মূর্তির উচ্চতা৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, চিনের স্প্রিং টেম্পলে বুদ্ধমূর্তির উচ্চতা হল ২০৮ মিটার। শিবাজির মূর্তি হওয়ার কথা ছিল ২১০ মিটার। কিন্তু, চিনা প্রশাসন বৌদ্ধমূর্তির পাদদেশে কিছু নির্মাণ কাজ করে তার উচ্চতা ২ মিটার বাড়িয়ে দেওয়ায়, মহারাষ্ট্র সরকারও শিবাজির মূর্তির উচ্চতা ২ মিটার বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷
The post কোষাগারে টান! শিবাজি মূর্তি নির্মাণে বরাদ্দের পরিমাণ কমাল মহারাষ্ট্র সরকার appeared first on Sangbad Pratidin.