shono
Advertisement

Breaking News

পাঁচদিনের টানাপোড়েনের পর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা কংগ্রেসের

সোমবার শপথগ্রহণে হাজির থাকবেন রাহুল গান্ধী। The post পাঁচদিনের টানাপোড়েনের পর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা কংগ্রেসের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:18 PM Dec 16, 2018Updated: 02:18 PM Dec 16, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে কাটল ধোঁয়াশা। পাঁচদিন অপেক্ষার পর নতুন মুখ্যমন্ত্রীর নাম জানতে পারল ছত্তিশগড়বাসী। রাজ্যের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী হিসেবে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেশ বাঘেলকে বেছে নেন। রবিবার এই সিদ্ধান্ত ঘোষণা করল কংগ্রেস। এদিন রাইপুরে কংগ্রেসের নবনির্বাচিত বিধায়কদের বৈঠক শেষে একথা ঘোষণা করা হয়।

Advertisement

[মেলার মাঝেই চুম্বনে মত্ত একাধিক যুগল! প্রশাসনের নির্দেশে বাতিল প্রতিযোগিতা]

মধ্যপ্রদেশ ও রাজস্থানের মুখ্যমন্ত্রী নির্বাচনের ধাঁধা শনিবারের মধ্যে মিটে গেলেও ছত্তিশগড় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মধ্যপ্রদেশ এবং রাজস্থানে কংগ্রেসের সমস্যা ছিল দু’জন অত্যন্ত প্রভাবশালী নেতার মধ্যে একজনকে বেছে নেওয়া। দুই রাজ্যেই দুই শীর্ষ নেতা বেশ প্রভাবশালী ছিলেন। কিন্তু ছত্তিশগড়ের ক্ষেত্রে সমস্যাটা আরও জটিল। ছত্তিশগড় থেকে সেই অর্থে জাতীয় স্তরে গ্রহণযোগ্য কোনও নেতা কংগ্রেসের নেই। মূল লড়াইটি ছিল চারজন রাজ্যস্তরের নেতার মধ্যে। এরা হলেন রাজ্যের প্রভাবশালী নেতা টি এস সিংদেও, তরণ দাস, তামরাদ্বাজ সাহু এবং বাঘেল। এদের মধ্যে বাঘেল প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন। বলতে গেলে তাঁর নেতৃত্বেই নির্বাচনে লড়েছিল রাহুল গান্ধীর দল। তবে, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে শেষ পর্যন্ত লড়াইয়ে ছিলেন টি এস সিং দেও এবং চরণ দাসও।

[মহিলাদের পোশাক পরিবর্তনের সময় উঁকি দেন জওয়ানরা! বিস্ফোরক সেনাপ্রধান]

গত পাঁচদিন প্রদেশ কংগ্রেসের এই চার নেতার সঙ্গে দফায় দফায় বৈঠক করেন রাহুল গান্ধী। চারজনের সঙ্গে পৃথক বৈঠক করেন, তারপর তাঁদের একসঙ্গে নিয়ে আলোচনায় বসেন। সেই আলোচনায় হাজির ছিলেন সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা বঢরারাও। তাঁদের সঙ্গে আলোচনার পরই ভূপেশের নামে সিলমোহর দেন রাহুল। আগামী সোমবার শপথ নেবেন তিনি। শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন রাহুল গান্ধী নিজেও।

The post পাঁচদিনের টানাপোড়েনের পর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা কংগ্রেসের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement