shono
Advertisement

১৭ বছরেও তৈরি হয়নি স্কুলবাড়ি, খোলা আকাশের নিচে চলছে পঠনপাঠন

স্কুল বাড়ি না থাকলেও নিয়ম করে পড়ুয়ারা হাজির হয়৷ The post ১৭ বছরেও তৈরি হয়নি স্কুলবাড়ি, খোলা আকাশের নিচে চলছে পঠনপাঠন appeared first on Sangbad Pratidin.
Posted: 03:43 PM Jul 28, 2018Updated: 04:13 PM Jul 28, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক তখন সকাল ১০টা৷ পাঁচ গ্রামের পড়ুয়াদের খাতা-বই হতে উপস্থিত গাছতলায়৷ শিক্ষকও হাজির গাছে ঝোলানো ব্ল্যাকবোর্ডের নিচে৷ সকাল ১০.১০ মিনিটে শুরু স্কুল৷ খোলা আকাশের নিচে গাছতলায় বসে নিয়মিত চলছে ক্লাস৷ স্কুল বাড়ি না থাকলেও  নিয়ম করে পড়ুয়ারাও হাজির হয়৷ শিক্ষকও আসনে৷ দিনভর এভাবেই চলছে স্কুল৷

Advertisement

[ফের উপত্যকায় অপহৃত পুলিশ আধিকারিক, নিখোঁজের সন্ধানে জারি তল্লাশি]

ছত্তিশগড়ের বালামামপুরের জগমমা গ্রাম৷ প্রায় শ’দুয়েক পরিবারের বসবাস মাও অধ্যুষিত এই গ্রামে৷ গ্রামের একপ্রান্ত রয়েছে সরকারি স্কুল৷ খাতায় কলমে স্কুল, শিক্ষক, ছাত্র-ছাত্রী থাকলেও নেই স্কুল বাড়ি৷ শীত-গ্রীষ্ম-বর্ষা, খোলা আকাশের নিচেই চলছে স্কুল৷ শীত কিম্বা গ্রীষ্মে স্কুল চালাতে খুব একটা সমস্যা না হলেও বর্ষা এলেই বাড়ে বিপদ৷ চলে অঘোষিত ছুটি৷ দীর্ঘ ১৭ বছরেও স্কুলবাড়ি নির্মাণ না হওয়ায় চূড়ান্ত আক্ষেপ প্রকাশ করেছেন প্রাথমিক স্কুলের শিক্ষক৷ তাঁর দাবি, ২০০১ সালে স্কুলটি চালু করা হলেও স্কুলবাড়ি তৈরি হয়নি শিক্ষা দপ্তরের কর্মীদের উদাসীনতার কারণে৷ কিন্তু, স্কুলবাড়ি তৈরি না হলেও বন্ধ হয়নি পঠনপাঠন৷

[জানালাহীন খুপরি ঘরই ছিল আশ্রয়, অনাহারে শিশুমৃত্যুর ঘটনায় সামনে এল মর্মান্তিক তথ্য]

সংবাদ সংস্থা এএনআইয়ে এই খবর প্রকাশিত হওয়ার পর বালামামপুর জেলা শিক্ষাদপ্তরের আধিকারিকের দাবি, ‘‘মাওবাদীরা ওই স্কুলবাড়িটি ধ্বংস করে দিয়েছিল৷ ওই এলাকায় মাওবাদীদের আতঙ্ক থাকায় স্কুলবাড়িটি সংস্কারের উদ্যোগ নেওয়া যায়নি৷’’ তবে, যত দ্রুত সম্ভব ওই স্কুলবাড়িটি নির্মাণ করা হবে বলে আশ্বাসও দেন তিনি৷

[হাঁটু গেড়ে মুখ্যমন্ত্রী যোগীকে প্রণাম কর্তব্যরত পুলিশকর্মীর, নেটদুনিয়ায় বিতর্কের ঝড়]

তবে, কেন এতদিনেও স্কুল বাড়ি নির্মাণে কোনও ব্যবস্থা নিল না কর্তৃপক্ষ? কেন রোদ-জল-বৃষ্টি মাথায় নিয়ে গাছের নিচে ক্লাস করতে হল? প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা৷ যখন গোটা দেশজুড়ে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, যখন স্কুলবাড়ি সংস্কার ও নতুন ভবন নির্মাণে লক্ষ লক্ষ টাকা অনুদান দেওয়া হচ্ছে, ঠিক তখনই এই সরকারি উদাসীনতার কারণে খোলা আকাশের নিচে ক্লাস করতে বাধ্য হচ্ছে প্রাথমিক পড়ুয়ারা৷

The post ১৭ বছরেও তৈরি হয়নি স্কুলবাড়ি, খোলা আকাশের নিচে চলছে পঠনপাঠন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement