shono
Advertisement

স্ত্রীর জন্য মুসলিম থেকে হিন্দু হয়েও হেনস্তা, হাই কোর্টের দ্বারস্থ যুবক

তরুণীর পরিবারের তরফে হুমকি দেওয়ার অভিযোগ৷ The post স্ত্রীর জন্য মুসলিম থেকে হিন্দু হয়েও হেনস্তা, হাই কোর্টের দ্বারস্থ যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 07:42 PM Aug 20, 2018Updated: 08:12 PM Aug 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে করার জন্য ধর্ম বদলে হিন্দু হয়ে যান ছত্তিশগড়ের বছর তেত্রিশের এক ব্যক্তি৷ পরিবারের অমতে এরপর হিন্দু ধর্মাবলম্বী ২৩ বছরের এক তরুণীকে বিয়ে করেন তিনি৷ কিন্তু তাতেও সমস্যা থেকে রেহাই মিলল না ওই ব্যক্তির৷পরিবারের চাপে জর্জরিত ওই নবদম্পতি৷

Advertisement

[দিল্লির এইমসে আগুন, আতঙ্কে রোগী ও কর্মীরা]

বছর তিনেক আগেই ছত্তিশগড়ের বাসিন্দা অঞ্জলি জৈনের সঙ্গে সম্পর্ক তৈরি হয় মহম্মদ ইব্রাহিম সিদ্দিকির৷ ধীরে ধীরে তৈরি হয় ঘনিষ্ঠতা৷ সিদ্ধান্ত নেন বিয়ে করবেন দু’জনে৷ ইতিমধ্যেই ভিন ধর্মের প্রাপ্তবয়স্ক যুবক-যুবতীর বিয়েকে বৈধ বলে ঘোষণা করে দেশের সর্বোচ্চ আদালত৷ অঞ্জলিকে বিয়ে করতে নিজের ধর্ম বদল করেন মহম্মদ ইব্রাহিম সিদ্দিকি৷ হিন্দু ধর্ম গ্রহণ করেন তিনি৷ ধর্মান্তরের পরেও অঞ্জলির পরিবার ওই যুবককে জামাই হিসাবে মানতে পারেননি৷ বাড়ি থেকে অন্যত্র বিয়ের জন্য অঞ্জলিকে চাপ দেওয়া শুরু হয়৷ তাই বাধ্য হয়ে ২৫ ফেব্রুয়ারি ছত্তিশগড়ের আর্যসমাজ মন্দিরে বিয়ে করেন দু’জনে৷ বিয়ের কথা বাড়িতে জানাননি অঞ্জলি৷ বাড়ি থেকে বেরিয়ে এসে স্বামীর সঙ্গে থাকতে শুরু করেন তিনি৷ অঞ্জলির স্বামীর অভিযোগ,  ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত চার মাসের মধ্যে একাধিকবার স্ত্রীর বাপেরবাড়ির লোকজন হুমকি দেয় তাঁকে৷ দু’জনকে আলাদা করে দেওয়ার পরিকল্পনা করা হয়৷ এরপর ৩০ জুন পুলিশ তাঁকে তুলে নিয়ে যায়৷ অভিযোগ, থানায় তুলে নিয়ে গিয়ে চাপ দিয়ে স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ রেকর্ডও করা হয়৷ বেশ কয়েকদিন হোমেই কাটান অঞ্জলি৷

[আগামী সপ্তাহের মধ্যেই পঞ্চায়েত মামলার রায় ঘোষণা সুপ্রিম কোর্টে]

পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন অঞ্জলির স্বামী৷ ছত্তিশগড় হাই কোর্টে পিটিশন দাখিল করেন তিনি৷ হাই কোর্টের নির্দেশ অনুযায়ী হোম থেকে মুক্তি পান অঞ্জলি৷ আপাতত একসঙ্গে সংসার করছেন দু’জনে৷ এর আগে একই ঘটনার সাক্ষী হয়েছিলেন কেরলের বাসিন্দা এক হিন্দু তরুণী৷ মুসলমান ধর্মাবলম্বী এক যুবককে বিয়ে করার জন্য ধর্মান্তরিত হন তিনি৷ হাজারও সামাজিক সমস্যা পেরিয়ে আপাতত একসঙ্গেই রয়েছেন দু’জনে৷

The post স্ত্রীর জন্য মুসলিম থেকে হিন্দু হয়েও হেনস্তা, হাই কোর্টের দ্বারস্থ যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement